Home অফবিট অ্যাকোয়ারিয়ামে কতগুলো মাছ রা’খা আপনার প’ক্ষে শুভ?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ্যাকোয়ারিয়ামে কতগুলো মাছ রা’খা আপনার প’ক্ষে শুভ?

প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব মতামত অনুযায়ী ঘর বাড়ি বানাতে চান কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ঘর বানানোর সময় অবশ্যই মেনে চলা উচিত বাস্তুবিজ্ঞান যেটার উপর ভিত্তি করে একটি বাড়ির ভালো-মন্দ তৈরি হয়। বাস্তু বিজ্ঞান অনুযায়ী কি কি করলে বাড়ির পরিবেশ ভালো হবে সেটাই মেনে চলা উচিত।

আমরা বাড়ি ঘর সাজানোর ক্ষেত্রে অনেক অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকি এবং তাদের মধ্যে একটি হল অ্যাকুরিয়াম তবে শাস্ত্রমতে বলে অ্যাকুরিয়াম বাড়িতে রাখলে সেটা অবশ্যই নিয়ম মেনে রাখা উচিত যাতে সেই বাড়ির সমস্ত মানুষের জীবনে সবসময় ভাল প্রভাব পড়ে।

মনে করা হয় বাড়িতে এবং অফিসে যদি অ্যাকুরিয়াম রাখা হয় তাহলে সেটি ভীষণ উপকারী বলেই মনে করা হয়। আমাদের সবার হয়তো জানা নেই এই অ্যাকুরিয়াম রাখার ব্যাপারেও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

আরো পড়ুন: কেনই বা শুধু মা দিবস? পালন করা হোক স্ত্রী দিবসও, দা’বি কেন্দ্রীয় মন্ত্রীর

শাস্ত্র মতে যদি অ্যাকুরিয়াম ঘরের সঠিক স্থানে রাখা হয় তবে থাকে ঘরের শান্তি এবং সমৃদ্ধি। মাছে থাকে পজিটিভ এনার্জি। মাছেরা জলের ভেতরে নিজেদের ইতিবাচক নিয়ে প্রতিনিধিত্ব করে মনে করা হয়। ট্যাংক এর মধ্যে যখন মাছ খুব দ্রুতগতিতে চলাচল করে তার মানে সেটা হবে ইতিবাচক শক্তির দর্শন।

অ্যাকুরিয়ামে যে জল থাকে সেই জলের শব্দ যদি ঘরে শোনা যায় তবে সেটি ইতিবাচক শক্তির লক্ষণ। বাস্তুবিদ্যা অনুযায়ী অ্যাকুরিয়ামের দিকে যদি তাকানো যায় তবে অনেক মানসিক চাপ কমে, উচ্চ রক্তচাপের সমস্যা অনেক সময় কমে যায় ।

বাড়ির যেখানে খুশি অর্থাৎ যে ঘরে খুশি এই অ্যাকুরিয়াম রাখা যেতে পারে তবে সেক্ষেত্রে দেখতে হবে যেন সেই ঘরটাতে আদ্রতা বজায় থাকে। বাস্তুমতে যদি ঘরের উত্তর-পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকে অ্যাকুরিয়াম রাখা হয় তবে সেটি বাড়ির আর্থিক স্থিতিশীলকে বজিয়ে রাখে।

আরো পড়ুন: ভূমিকম্প আ’স’তে চলেছে! জানার কৌ’শ’ল আবিষ্কার ক’রে ফেললেন বিজ্ঞানীরা

উত্তর-পূর্ব দিকে যদি অ্যাকুরিয়াম রাখা হয় তবে সেটা খুব শুভ ফল প্রদান করেন‌ । এতে পারিবারিক শান্তি বজায় থাকে এবং সাফল্য উন্নতি আসে। অ্যাকুরিয়াম সবসময় রাখা উচিত ড্রইংরুমে। যদি অ্যাকুরিয়ামে কোন মাছ মারা যায় তবে সেটা যত তাড়াতাড়ি পারুন সরিয়ে ফেলুন এবং তার বদলে আর একটা নতুন মাছ রাখার ব্যবস্থা করুন।

অ্যাকুরিয়ামে কোন ময়লা যেন না জমে। সবসময় ৯টি মাছ অ্যাকুরিয়ামে রাখা প্রয়োজন। চারটি হবে একই রকমের মাছ এবং অন্য পাঁচটি হবে আলাদা আলাদা রঙের মাছ। অরিকুরিয়ামের ড্রাগন মাছ রাখা প্রয়োজন। নটি মাছ রাখার বিষয়টি হলো যাতে বাড়ির শান্তি-শৃঙ্খলা ,ধন-সম্পদ ,সাফল্য সমস্তকিছুই বজিয়ে থাকে।

বাস্তুশাস্ত্র মতে যদি অ্যাকুরিয়ামে গোল্ডেন ফিস রাখা হয় তবে সেটি ভীষণ শুভ‌। রান্নাঘরে কখনোই অ্যাকুরিয়াম রাখা উচিত নয় কারণ অ্যাকুরিয়াম জলের প্রতীক,আগুন আর জল যদি একসঙ্গে থাকে তবে সে ক্ষেত্রে বাড়িতে সমস্যা তৈরি হতে পারে।