সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রায় দেড় হাজার ডলফিন হ’ত্যা করা হলো, নিন্দায় গো’টা বিশ্ব

ডেনমার্কের একটি নামকরা শিকার উত্‍সব হল গ্রিন্ডাড্র্যাপ, যা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই উত্‍সবটি অনেক বছরের পুরোনো। উত্‍সবটি চলে আসছে প্রায় চারশো বছর ধরে। চলতি বছরে ১২ সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে এই উৎসব। এই উৎসবের একটি বৈশিষ্ট্য হল ডলফিন হত্যা। চলতি বছরে ডেনমার্কের অধীনে স্বশাসিত উত্তর আটলান্তিক মহাসাগরের দ্বীপপুঞ্জ ফ্যারো’তে প্রায় এক হাজার চারশোর বেশি ডলফিন হত্যা করা হয়েছে।

এক জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ফ্যারো দ্বীপপুঞ্জের বহু মানুষ প্রতিবছর এই শিকার উৎসবে অংশ নেন। তারা এক হাজারের মতো সামুদ্রিক প্রাণী হত্যা করেন। গতবছর ৩৫টি ডলফিন মেরেছিলেন। বিভিন্ন গোষ্ঠী নৌকায় করে ডলফিন ও পাইলট তিমিকে তাড়িয়ে তীরের দিকে নিয়ে যায়। তারপর ছুরি দিয়ে প্রাণীটিকে মারা হয়। তবে এই প্রাণী হত্যা আইন বিরোধী নয়, সেখানে এই নিয়ে স্থানীয় আইনও রয়েছে। হত্যার পর সেইসব প্রাণীর মাংস ও ব্লাডার স্থানীয় মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হয় সেখানে।

তবে এই প্রাণীহত্যা নিয়ে সারা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। একাধিক পরিবেশ বিজ্ঞানী, সমুদ্র ও তার জীবনচক্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এই নৃশংস প্রাণীহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি অবিলম্বে এই প্রথা বন্ধ করা উচিত। এভাবে চলতে থাকলে ডলফিনের সংকট দেখা দেবে সমগ্র বিশ্ব জুড়ে। ধীরে ধীরে ডলফিন প্রজাতি এগিয়ে যাবে বিলুপ্তির পথে।

সুইজারল্যান্ডের এক সংস্থা ওশন কেয়ারের মতে, শিকার উত্‍সবের নামে এরকম নৃশংস ভাবে প্রাণীহত্যা অন্যায়ের সমস্ত সীমারেখা পার করে গেছে ডেনমার্কের মানুষেরা। ফেসবুকে এই বিষয় সংক্রান্ত একটা দীর্ঘ ভিডিও পোস্ট করা হয়েছে। সেই পোস্টে পরিবেশ বিষয়ক সংস্থা সি শেফার্ড জানিয়েছেন ডেনমার্কের প্রচলিত এই শিকার উত্‍সবে এই বছরে এক হাজার ৪২৮টি ডলফিন মারা হয়েছে। কখনও এর আগে এত ডলফিন একসাথে হত্যা করা হয়নি। ডলফিনগুলোর একপাশ সাদা রঙের। একসময় শিকার উত্‍সবে যুক্ত থাকা এরকম একটি সংস্থার প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন যে এ বছর এত বেশি প্রাণীহত্যা করার কারণে তিনি নিজেকে সেই উত্‍সব থেকে সরিয়ে নিয়েছেন।