সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্যাভেলিনে বিশ্বের ১ নম্বরে নাম লেখালেন ভারতীয় ক্রীড়াবিদ নিরজ চোপড়া

নীরজ চোপড়া, বর্তমানে নামটির সাথে প্রতিটি ভারতীয় ক্রীড়া প্রেমী পরিচিত। প্রথম ভারতীয় হিসেবে ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অ্যাথলেটিক্স- এ এটিই ভারতের প্রথম সোনা অলিম্পিকের মত মঞ্চে।

অভিনব বিন্দ্রার পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে এটি ছিল দ্বিতীয় সোনা জয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ইভেন্টে নিজের জাত চিনিয়েছেন তিনি।

তাইতো জ্যাভলিনে ক্রমতালিকায় অ্যান্ডারসন পিটার্সকে সরিয়ে বিশ্বের ১ নম্বর স্থান দখল করলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। অলিম্পিক্সের পর জুরিখে ডায়মন্ড লিগে ৮৯.৬৩ মি দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ।

সেখানেও তিনি গলায় পড়েন সোনার মেডেল। এরপর দোহা ডায়মন্ড লিগেও সোনা যেতেন তিনি। সেখানে ৮৮.৬৭ মিটার দূরত্ব ছোড়েন তিনি।

নীরজ জানিয়েছিলেন,তার লক্ষ্য ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছোড়া।তাই নিজেকে প্রস্তুত করছেন তিনি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সকে বর্তমানে পাখির চোখ করেছেন তিনি।