সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শী’ঘ্র’ই শু’রু হ’চ্ছে শ’নি’র ব’ক্রি দ’শা! কোন কোন রাশি’র জী’ব’নে ব’দ’ল ঘ’ট’তে চ’লে’ছে, জে’নে নি’ন

শীঘ্রই শুরু হচ্ছে শনির বক্রি দশা! কোন কোন রাশির জীবনে বদল ঘটতে চলেছে, জেনে নিন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশিচক্রের প্রত্যেকটি রাশির সময় ভালো এবং খারাপ দুটি দিকই থাকে। প্রত্যেকটি রাশির খারাপ দিক তখনই হয় যখন শনির অবস্থান ভালো অবস্থায় থাকে না, শনিদেবকে বলা হয় কর্মফলদাতা তাই যদি শনিদেবকে খুশি রাখতে হয় তাহলে কর্ম করতে হবে ভালো। বিশেষ করে শনি গ্রহের অবস্থান মানব জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এপ্রিল মাসেই শনি তাঁর জায়গা পরিবর্তন করছে এবং বক্রী পথে হাঁটা শুরু করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ৫ ই জুন থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত বক্রী পথে থাকবে শনি।

বক্রী কথার অর্থ হল উল্টো পথে চলা। এই সময় বক্রী পথে চলার জন্য রাশিচক্রের কোন কোন রাশির জীবনে আসতে চলেছে ভালো সময়ে আসুন সে ব্যাপারে জেনে নিন।

৫ ই জুন থেকে ১৩ শে অক্টোবর ১৪১ দিন শনি থাকবে বক্রী পথে উল্টো চলার জন্য এবার কোন কোন রাশি জীবনে আসতে চলেছে শুভ সময়? কিছু রাশির জাতকদের জীবনে আসতে চলেছে সাফল্য।

বৃষ রাশি চাকরি শুরু করে ব্যবসার সমস্ত জায়গাতেই আসতে চলেছে অনুকূল পরিবেশ। এই রাশির ক্যারিয়ারে আসতে চলেছে বড়োসড়ো সাফল্য, এই সময়ে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসায়ে জাতকদের এই সময় অনেক সাফল্য আসতে চলেছে, এ সময় কোন বিষয় যদিও অর্থলগ্নি কথা চিন্তা ভাবনা করে থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য আসবে ।

এর পরেই রয়েছে বৃশ্চিক রাশি। শনির বক্রী পথে চলার জন্য এই রাশির জাতকদের জীবনে এবার আসতে চলেছে শুভ সময়। কর্মক্ষেত্রে আসতে চলেছে অনেক সুযোগ, ব্যবসায়ী জাতকদের ক্ষেত্রে আসতে চলেছে অনুকূল পরিবেশ। এই সময় যে যে রকম পরিশ্রম করবে তার ফল ও তারা পাবে।

এরপরই রয়েছে ধনু রাশি। এই সময়ে শনিদেবের বক্রী পথে চলার জন্য সব দিকথেকে ভাগ্যের সহায় পাবে এই রাশির জাতকরা। এই সময় যদি সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া হয় তবে সে ক্ষেত্রে সাফল্য আসবে। জ্যোতিষশাস্ত্র মতে এই সময় থেকেই ধনু রাশির সাফল্য আরও প্রভাবিত হতে চলেছে।

এরপরই রয়েছে কুম্ভ রাশি। এই রাশিতে শনির বক্রী পথে চলার জন্য আসতে চলেছে বিশেষ সাফল্য। ছাত্র-ছাত্রীদের জীবনে আসতে চলেছে বিশেষ সাফল্য, এই বক্রী পথে চলার সময় সীমা পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের আর্থিক দিক থেকেও অনেক বেশি সচ্ছলতা থাকবে।