সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাটের নামে গু’রু’ত’র অ’ভি’যো’গ দায়ের, গুজরাট পুলিশকে গ্রে’ফ’তা’র না ক’রা’র আবেদন দিল্লি পুলিশের

বর্ডার-গাভাস্কার ট্রফি হলো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজ। দশ হাজার টেস্ট রান সংগ্রাহক ও দলীয় অধিনায়কদ্বয় – অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের সুনীল গাভাস্কারের নাম অনুসারে এ ট্রফির নামকরণ করা হয়। ভারতের আমেদাবাদ শহরে চলছে ২০২৩ সালের মরশুমের চতুর্থ বা অন্তিম টেস্ট। ভারত ইতিমধ্যেই ২-১ এ এগিয়ে রয়েছে সিরিজে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দল ৪৮০ রানের পাহাড় গড়ে দেয় ভারতীয়র দলের সামনে।

রবিবার চতুর্থ দিনে প্রায় একা হাতেই আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন শুভমান গিল ও বিরাট কোহলি। দ্বিশতরান অল্পের জন্য হাতছাড়া হলেও দলকে ৫৭১ রানে পৌঁছে দেন,এবং ৯১ রানের লিড গড়তে সাহায্য করেছেন ‘সুপার ভি’।কার্যত পরিত্রতার ভূমিকায় অবতীর্ণ হন প্রাক্তন ভারত অধিনায়ক।

১৮৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। শেষ বারের মত ২০১৯ সালে টেস্ট ম্যাচে শত রান করেছিলেন বিরাট। কাল দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাদা পোশাকে এই ম্যাচে ভারতের জন্য শতরান করেন বিরাট।

আরো খবর: একের পর এক ব্যাংক দেউলিয়া হ’চ্ছে আমেরিকায়! এমন পরিস্থিতিতে কি বা’র্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট?

‘অতিথি দেব ভব’ নীতি ভুলে মাঠে অতিথি অজিদের ‘গভীর আঘাত’ করেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার। আর এই আবহে গুজরাট পুলিশের উদ্দেশে দিল্লি পুলিশ অস্ট্রেলিয়া দলকে কিছুটা ব্যাঙ্গ করেই টুইট করে – ‘দিল্লির ছেলে বিরাট কোহলিকে যেন গ্রেফতার না করে গুজরাটের পুলিশ।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে টুইটে লেখা হয়, ‘প্রিয় গুজরাট পুলিশ, স্বেচ্ছায় অতিথিদের আঘাত করার জন্য আমাদের সবার প্রিয় বিরাট কোহলিকে গ্রেফতার করবেন না।

অসাধারণ (AUS-SOME) খেলেছে সে!’ অন্যদিকে দিল্লি পুলিশের পোস্ট করা ছবিতে লেখা ছিল – ‘বুরা না মানো, কোহলি হ্যায়’। এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে পঞ্চম দিনে ম্যাচটি ড্র-এর দিকেই যাচ্ছে।