সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একের পর এক ব্যাংক দেউলিয়া হ’চ্ছে আমেরিকায়! এমন পরিস্থিতিতে কি বা’র্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট?

এবার আমেরিকার একের পর এক ব্যাঙ্ক দেউলিয়া হতে চলেছে, যার কারণেই এবার বাইডেনের বিশেষ বার্তা। তিনি জানালেন সিলিকন ভ্যালির যে সমস্ত ব্যাঙ্ক দেউলিয়া হয়েছে, যারজন্য যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার হুশিয়ার দিলেন। আমেরিকার যেমন তেমন ব্যাঙ্ক নয়, একেবারে যোড়শ বৃহত্তম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি, গত শুক্রবার ব্যাঙ্কটি বন্ধ হয়ে গেছে।

২০০৮ সাল থেকেই ব্যাঙ্কটি আর্থিক মন্দার মধ্যে দিয়েই যাচ্ছিল। এই সিলিকন ভ্যালির ব্যাঙ্ক সম্পর্কে বাইডেন জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতির শিকার আমরা, এর জন্য আমাদের ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পদের রক্ষা করার কথা ভাবতে হবে।

ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা যায় সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এর সাথে যারা ব্যাঙ্কিং বিপর্যয়ের জন্য দায়ী তাদেরও জবাব দিহি করতে হবে বলে জানায়।

আরো খবর: ট্রা’ন্স’জে’ন্ডা’রদের নিয়ে শুরু হলো চায়ের দোকান, বড় উ’দ্যো’গ রেলের, কোথায় হ’লো এই স্টল?

দারুণ ভাবে একটা সময় জনপ্রিয় হয়ে উঠেছিল এই সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। মানুষ বিশ্বাস করত এই ব্যাঙ্ক কে। মানুষ তার কষ্টার্জিত টাকা সেখানে সঞ্চয় করে রাখত। কিন্তু এই ব্যাঙ্ক একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার পরেই মানুষের বিশ্বাসে চির ধরেছে।

কিন্তু সেটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব বাইডেনের। তিনি তাই দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আজ সোমবার তিনি জানিয়েছেন কিভাবে মানুষদের আশ্বস্ত করতে হবে ও কিভাবে ব্যাঙ্কিং সেক্টরের উন্নতি সাধন করতে হবে।