সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে এই মুহূর্তে কো’ভি’ডে’র XE ভ্যারিয়েন্ট নেই, আ’ত’ঙ্কে’র মা’ঝে কি বললো সরকার?

ভারতে এবার নাকি করোনার নতুন ভেরিয়েন্ট এক্স ই ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে, গতকাল বুধবার সন্ধ্যায় এই খবর পাওয়া যায়। শোনা যায় মহারাষ্ট্রে নাকি এই নতুন ভেরিয়েন্ট লক্ষ্য করা যায় এক জনের শরীরে।

কিন্তু গতকাল সন্ধ্যার পরেই ভারতের জিনোমিক কনসার্টিয়াম INSACOG জানিয়ে দেয়, আপাতত জোড় দিয়ে বলা যাচ্ছে না যে এটি করোনার নতুন ভেরিয়েন্ট। তবে কি মানুষের দেহে করোনার নতুন ভেরিয়েন্ট লক্ষ্য করা যাবে আগামীতে? আসলেই কি হানা দিয়েছে ফের করোনা?

এর আগেই অবশ্য মুম্বাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, বিভিন্ন নমুনার মাঝে করোনার নতুন ভেরিয়েন্ট প্রবেশ করেছে যা অন্য সব গুলোর তুলনায় বেশী সংক্রামক।

আরো পড়ুন: চাকরির সু’যো’গ করে দিন, স’ব শূন্যপদ পূরণ করুন, আমলাদের নি’র্দে’শ দিলেন প্রধানমন্ত্রী

তবে এই নিয়ে চিন্তার কারণ নেই বলেই জানিয়েছে মুম্বাই টাস্ক ফোর্স।তারা বলেছে এই ভেরিয়েন্ট নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।তবে হ্যাঁ অবশ্যই মানতে হবে করোনার নিয়মাবলী।

এদিকে আবার ভারতের জিনোমিক কনসার্টিয়াম INSACOG জানিয়েছে, বর্তমানে ভারতে যে এক্স ই ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে সেটা কোনোভাবেই বলা যাচ্ছে না।

কারণ হিসেবে তারা জানিয়েছে, নমুনাগুলির ফাস্ট কিউ ফাইলস ধরে যে এক্সই ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছিল, সেগুলি বিশ্লেষণ করেছে আইএনসএসিওজি। নমুনার ভ্যারিয়েন্ট জিনোমগঠিত গঠন এক্স ই র সাথে মিলছে না।

মুম্বাই কর্পোরেশন এর তরফ থেকে জানানো হয়েছিল, দুই ব্যক্তি নাকি কাপ্পা ও এক্স ই ভেরিয়েন্টে আক্রান্ত। তারপর থেকেই শোরগোল শুরু হয়ে যায়। আর সেখানেই বলা হয় ভারতে প্রবেশ করেছে এক্সই ভ্যারিয়েন্ট। যা শুনে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।