Home চাকরি চাকরির সু’যো’গ করে দিন, স’ব শূন্যপদ পূরণ করুন, আমলাদের নি’র্দে’শ দিলেন প্রধানমন্ত্রী

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরির সু’যো’গ করে দিন, স’ব শূন্যপদ পূরণ করুন, আমলাদের নি’র্দে’শ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বিভাগে শূন্যপদ পূরণের প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে নির্দেশ দিলেন। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী সরকারি ছাড়াও উৎপাদন এবং কর্মসংস্থান তৈরির জন্যও বেসরকারি ক্ষেত্রকে উৎসাহিত করতেও সচিবদের বলেছেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি ক্ষেত্রের শূন্যপদগুলি অবিলম্বের পূরণের নির্দেশ দিয়েছেন।

সরকারি বিভাগগুলিতে চাকরির সুযোগ তৈরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও যাতে উৎপাদন এবং কর্মসংস্থান তৈরি করা যায়, তার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন: দুই বঙ্গের আকাশ কে’ম’ন থাকবে? কি ব’ল’লো হাওয়া অফিস?

পাশাপাশি সরকারি নীতি এবং কর্মসূচিতে যদি কোনও ত্রুটি আমলারা পর্যবেক্ষণ করেন, তা চিহ্নিত করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে ফেব্রুয়ারিতে রাজ্যসভায় সরকারের তরফে জানানো হয়েছিল ২০২০-র মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে ৮.৭ লক্ষের বেশি পদ শূন্য রয়েছে।

প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন, অধস্তনদের রিপোর্টের ওপরে নির্ভর না করে বেশি করে ফিল্ড ভিজিট করতে। যেখানে সরকারি প্রকল্পের অগ্রগতির আসল চিত্রটা উঠে আসতে পারে। সেখানে কোনও ভুল হলেও আমলাদের বিষয়টি নিয়ে সক্রিয় হওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।