সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভেঙে পড়লো বি’রা’ট Aquarium, ভে’সে গেল রাস্তা, ত’ছ’ন’ছ হোটেল!

হোটেল জলে জলাকার। হোটেলে এক বিশাল একুরিয়াম ভেঙে গেল। আর সেখান থেকেই জল থৈ থৈ গোটা হোটেল। এক ঝলকে দেখে মনে হবে যেন সুনামি হয়েছে। একুরিয়ামে কতটা জল ছিল জানেন? ১০ লক্ষ লিটারের বেশি জল ছিল ওই বিশাল আয়তন একুরিয়ামে। ভেসে গিয়েছে হোটেলের সমস্ত সৌখিন জিনিস ও আসবাবপত্র। ১৬ ফুটের একুরিয়াম ভেঙে পড়ায় হোটেলবাসি থেকে কতৃপক্ষ সবার মাথায় হাত।

রীতিমতো আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন সকলে। শুক্রবার এই ভয়ংকর ঘটনা ঘটেছে জার্মানির বার্লিনের রেডিশন ব্লু হোটেলে। অত্যন্ত নামজাদা এই পাঁচ তারা হোটেলে এমন অঘটন ঘটেছে। জানা গিয়েছে হোটেলের ভিতর ছিল বিরাট একুরিয়াম। যা শুধু ওই হোটেলেই নয় গোটা বিশ্বে অত্যন্ত প্রসিদ্ধ। যারাই হোটেলে আসেন তারাই একবার দর্শন করেন ওই একুরিয়ামের। অনেকে আবার স্রেফ একুরিয়াম দেখার জন্যই এখানে উপস্থিত হন।

বিশ্বের বৃহত্তম সিলিন্ড্রিকাল একুরিয়াম এটি। নিশ্চয়ই বুঝতে পারছেন এর দর কতটা। ১০০ প্রজাতির মাছ ছিল একুরিয়ামে। তার মধ্যে পনেরশো মাছ মারা গিয়েছে। মাছ ছিটিয়ে পড়ে হোটেল গ্রাউন্ডে। কেউ কেউ আবার ছুটে এসে মাছ ধরতে লাগেন। আবার অনেক অতিথি দৌড়ে পালিয়ে যান।

আরো খবর: বি’শ্বে’র সুন্দ’রী রেফারীর খে’তা’ব পেয়েছেন, কোন দেশকে সা’পো’র্ট করবেন ক্যারোলিনা?

এদিকে আশপাশের বাসিন্দারা জানিয়েছেন প্রথমে মনে হয়েছিল কোন বিস্ফোরণ হয়েছে। ঘর থেকে কেউ কেউ বেরিয়ে আসেন। কাঁচের টুকরো ছিটিয়ে পড়ে রাস্তায়। হোটেলে ৩৫0 জন অতিথি ছিলেন! তাদের সকলকে নিরাপদে বার করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। তবে কি কারণে এই একুরিয়ামটি ভেঙ্গে গিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।