সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২১ শে জুলাইয়ের সভা নিয়ে চি’ন্তা বা’ড়’ছে মমতার, শহরে হ’তে পা’রে তুমুল বৃষ্টি!

২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। ধর্মতলায় এই উপলক্ষে লক্ষাধিক মানুষের জমায়েত হবে। তার আগে উদ্বেগজনক সংবাদ শোনাল আবহাওয়া দপ্তর । বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

অন্যদিকে রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুদিন। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়ার দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন একটি ভিডিও বার্তায় ২১ জুলাইয়ের সমাবেশের দিন ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন । তিনি বলেন, যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়।

আরো পড়ুন: আমেরিকার ডাক্তারকে ভ’র’সা করতে না পে’রে মাকে ভারতে চিকিৎসার জ’ন্য নি’য়ে এলেন ছেলে

তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।