সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার ডাক্তারকে ভ’র’সা করতে না পে’রে মাকে ভারতে চিকিৎসার জ’ন্য নি’য়ে এলেন ছেলে

একেই বলে ভরসা। এই খবরটি শুনলে ভারতবাসীকে গর্বিত করবে। সাধারণত টাকা থাকলে চিকিৎসা করানোর জন্য ভারতীয়রা সাধারণত বিদেশে যান। কিন্তু এই প্রথম এত টাকা খরচ করে ভারতে এলেন চিকিৎসা করাতে।

তবে ধীরে ধীরে বদলাছে এই ধারনা। ভারতে আমেরিকার এক নাগরিক তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার জন ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করে এসেছেন।

ভারতে বহু মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য উড়ে যান বিদেশে। ভারতের নামীদামী মানুষ কখনও ইউরোপীয় কোনও দেশে কখনও বা আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়ে আসেন।

কিন্তু আমেরিকা থেকে ভারতে কেউ চিকিৎসা করাতে এসেছেন এমন নজির নেই। কিন্ত বাস্তবেই ঘটল এমনই এক ঘটনা।

আরো পড়ুন: কলিযুগের কর্ণ! ৬০০ কো’টি’র স’ম্প’ত্তি গরিবদের দা”ন করে দিলেন স্বাধীনতা সংগ্রামীর ছেলে

আমেরিকার পোর্টল্যাণ্ড থেকে চেন্নাই আসেন চিকিৎসা করাবার জন্য ৬৭ বছরের এক মহিলা। জানা যাচ্ছে তাঁর হৃদযন্ত্রের সমস্যা ছিল। আমেরিকা থেকে এয়ার এম্বুলেন্স ফ্লাইটে করে তিনি ভারতে এসে পৌছন।

ভারত আসতে তাঁর সময় লেগেছে প্রায় ২৬ ঘন্টা। উত্তরে মহিলার ছেলে জানান আমেরিকার চিকিৎসা পদ্ধতিতে তিনি ঠিক সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি আরও জানান মাকে ভারতে পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য তাঁর প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে।