সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাপুর ফ্যামিলির মেয়ে হয়েও নায়িকা হওয়ায় স’ব গুণ থাকলেও হ’তে পারেননি, রণবীরের দিদির কা’হি’নী জানুন

মূলত বলিউডের জন্ম হয়েছে কাপুর বংশের হাত ধরে। এই পরিবারের প্রায় সব সদস্যই সেলিব্রিটি। তবে ঋষি কাপুর এবং নিতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। তার কাছে প্রস্তাব এসেছিল ঠিকই কিন্তু সেই সময় তা ফিরিয়ে দেন তিনি। কাপুর বংশের বংশধর তথা সেলিব্রিটি বাবা-মায়ের সন্তান হওয়ার দৌলতে বলিউডে তার প্রবেশ পথ চিরদিন উন্মুক্ত ছিল। বহু নামিদামী পরিচালকের থেকে অভিনয়ের প্রস্তাব পেলেও বলিউড থেকে তিনি কেন দূরে সরে রইলেন!

বলিউডের পর্দায় তাকে কখনও দেখা যায় নি ঠিকই তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন ঋদ্ধিমা। নেট দুনিয়ায় তিনি বিশেষ অ্যাক্টিভ। তাঁর ফ্যান ফলোয়ার্সও প্রচুর। রূপ-সৌন্দর্য, চেহারা, গ্ল্যামার কোনো দিক থেকেই পিছিয়ে নেই সুন্দরী ঋদ্ধিমা। একসময় তাঁর দারুণ অভিনেত্রী হওয়ার সুযোগ আসলেও একটা সিদ্ধান্তের কারণে তা আর হয়ে ওঠে নি।

কাপুর বংশের এই রাজকন্যা লন্ডন থেকে পড়াশোনার পর যখন দেশে ফেরেন তখন অন্যান্য সেলেব কিডদের মত তাঁর কাছেও সিনেমার অফার এসেছিল। এর কারণ হিসেবে ঋদ্ধিমা সংবাদমাধ্যমকে জানান যে লন্ডনে পড়াশোনা চলাকালীন তাঁর কাছে অভিনয়ের জন্য অনেক প্রস্তাব এসেছিল, অনেক নামিদামি পরিচালকের সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

আরো খবর: টুথপেস্টের টিউবের গা’য়ে কেন আ’লা’দা আ’লা’দা র’ঙিন দা’গ থাকে? এর মা’নে কি?

এ প্রসঙ্গে ঋদ্ধিমার বক্তব্য ছিল যে মাত্র ১৯ বছর বয়সে অভিনয়ে আসার ইচ্ছে ছিল না তাঁর। তাছাড়া তার মা নিতু কাপুরও চাইতেন না যে মেয়ে কখনও অভিনয়ে আসুক। তাই পড়াশোনা শেষ করে তিনি যখন দেশে ফেরেন তারপরই তাঁর বিয়ে হয়ে যায় এবং সংসার সামলাতেই ব্যস্ত হয়ে যান। বর্তমানে তিনি জুয়েলারি ডিজাইনার এবং ব্যবসায়ী হিসেবে যথেষ্ট সফলতা অর্জন করেছেন।