সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টুথপেস্টের টিউবের গা’য়ে কেন আ’লা’দা আ’লা’দা র’ঙিন দা’গ থাকে? এর মা’নে কি?

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ করি। ব্রাশ করার সময় মনোযোগ দিয়ে দেখবেন যে টুথপেস্টের নিচের দিকে একটি রঙের বার দেওয়া থাকে। টুথপেস্টের টিউবে সেই বার বিভিন্ন রঙের হয়। কিন্তু বিভিন্ন রঙের বার দেওয়ার কি কারণ তা জানেন কি! সোশ্যাল মিডিয়াতে অনেক সাইটেই দেখানো হয় যে টুথপেস্টের পিছনে বারের বিভিন্ন রঙ যেমন লাল, সবুজ, কালো এবং নীল রঙ হওয়ার অর্থ হল এই যে সেগুলি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি।

টুথপেস্টের পিছনে সবুজ রঙের বারের মানে হল — সম্পূর্ণ প্রাকৃতিক, নীল রঙের অর্থ হল — প্রাকৃতিক উপাদান এবং ওষুধের মিশ্রণ, লাল রঙের অর্থ হল — প্রাকৃতিক ও রাসায়নিক উপাদানের সমন্বয় এবং কালো রঙের অর্থ হল এতে শুধুমাত্র রাসায়নিক উপাদান রয়েছে। কিন্তু এই দাবি কি আদতে সত্য?

এ প্রসঙ্গে সমস্ত দাবি অস্বীকার করে ওরাল হেলথ কেয়ার কোম্পানি কোলগেট তাদের ওয়েবসাইটে এই বারকোড গুলির আসল অর্থ সকলকে জানিয়েছেন। তাদের মতে, এই রঙিন কোডগুলির টুথপেস্ট টিউব বানানোর পদ্ধতির সঙ্গে সম্পর্ক রয়েছে।

আরো খবর: কিভাবে বাড়ি থেকে মাকড়সা তা’ড়া’বে’ন? করতে হবে এই ছোট কা’জটি

কোলগেটের কথা মেনে নিলে আপনি বুঝতে পারবেন টিউব বানানোর মেশিনে লাগানোর লাইট সেন্সরের সংকেত দেয় এই সমস্ত রং। যেমন টিউব কোন আকারে এবং কীভাবে তৈরি হয়েছে। সেখানে টিউব কোথা থেকে কেটে সেল করা হয়েছে।তাহলে জানতে পারলেন তো এই প্রসঙ্গে আসল তথ্য!