সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে বাড়ি থেকে মাকড়সা তা’ড়া’বে’ন? করতে হবে এই ছোট কা’জটি

ঘরে মাকড়সার উপদ্রবে মাঝেমধ্যেই অস্থির হতে হয়। তাই ঘর যতই পরিষ্কার করে রাখা হোক না কেন মাকড়সার তৈরী করা জালে দু’দিন ছাড়াই ঘর অপরিষ্কার হয়ে ওঠে। এই সমস্যার কারণে কি আপনি জেরবার? তাহলে আপনার জন্যই আজকের এই প্রতিবেদন। রাসায়নিক স্প্রে করে মাকড়সার উপদ্রবের হাত থেকে কিছুক্ষণের জন্য রেহাই মিললেও এই রাসায়নিকের প্রভাব কমার সাথে সাথেই আবার ফিরে আসে মাকড়সা। তাই আজকের প্রতিবেদনে রয়েছে মাকড়সা সমস্যার স্থায়ী সমাধান।

• ঘরের কোণ পরিষ্কার রাখা : যেহেতু মাকড়সা সাধারণত ঘরের কোণে বাসা বাঁধে, তাই প্রতিটি ঘরের কোণ নিয়মিত পরিষ্কার রাখা অবশ্যই দরকার। এইভাবে নিয়ম মেনে যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে মাকড়সা আর বাসা বানাতে পারবে না।

• লেবু-জলের স্প্রে : বাজারের রাসায়নিক স্প্রের পরিবর্তে আপনি বাড়িতে লেবু এবং জলের স্প্রে বানিয়ে নিতে পারেন। এর জন্য জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন এবং মাকড়সার জালের উপর স্প্রে করে দেখুন সব মাকড়সা নিমেষেই গায়েব হয়ে যাবে।

• জল এবং ভিনিগারের স্প্রে : মাকড়সা দূর করার জন্য জল এবং ভিনিগারের স্প্রেও সমান কার্যকরী। জলে অল্প ভিনিগার মিশিয়ে স্প্রে করলে মাকড়সা দূর হয়।

আরো খবর: OMG, ব্রেকআপের খ’ব’র দিলেন ঋতাভরী, কেন স’ম্প’র্কে’র ই’তি ঘোষণা করলেন অভিনেত্রী? রইলো কারণ

• হলুদ এবং জলের স্প্রে : মাকড়সা তাড়ানোর জন্য দুর্দান্ত কার্যকরী টোটকা হল হলুদ এবং জলের স্প্রে। জলের মধ্যে হলুদ মিশিয়ে মাকড়সার জালের উপর স্প্রে করে দিন। মাকড়সা তাড়ানোর এর থেকে ভালো দাওয়াই আর হয় না।

• ঘরের ড্যাম্প দূর করা : স্যাঁতস্যাঁতে, ড্যাম্প ধরা জায়গা মাকড়সার বাসা বানানোর জন্য সবচেয়ে উপযুক্ত। তাই ঘরের সেইসব জায়গা পরিষ্কারের দিকে বেশি নজর দেওয়া জরুরি।

• নতুন রং : নতুন রং এর গন্ধ মাকড়সার এক্কেবারে না পসন্দ। তাই যদি কোনোভাবেই মাকড়সা তাড়ানো সম্ভব না হয় তাহলে ঘরে নতুন রং করিয়ে দেখুন মাকড়সার পাশাপাশি অন্যান্য সব পোকামাকড়ও পালিয়ে যাবে।