সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চ’র’ম ব্য’স্ত’তা কুমার’টুলি’তে, রা’ত দি’ন জে’গে চ’ল’ছে প্র’তি’মা’র কা’জ

চরম ব্যস্ততা কুমারটুলিতে, রাত দিন জেগে চলছে প্রতিমার কাজ

মালদা,২৩ সেপ্টেম্বর : চরম ব্যস্ততা কুমারটুলিতে। রাত দিন জেগে চলছে, দুর্গা প্রতিমা তৈরির কাজ। আকাশে বাতাসে এখন আগমনীর সুর। নীল আকাশে সাদা মেঘ কাশফুলের দোলা জানান দিচ্ছে দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হাতে মাত্র কয়েকদিন এই পরিস্থিতিতে রাত দিন জেগে চলছে প্রতিমার কাজ।

খাওয়া-দাওয়ার সময় নেই শিল্পীদের। প্রতিমা রং করতে করতেই চায়ে চুমুক দিচ্ছেন শিল্পীরা। এমনই চিত্র ধরা পরল মালদা শহরের মাধবনগর এলাকায় একটি প্রতিমা তৈরীর কারখানায়।

এক শিল্পী টুপাই হালদার জানিয়েছেন, এখন চরম ব্যস্ততা কারখানায়। হাতে মাত্র কয়েকদিন সময় এর মধ্যে শেষ করতে হবে প্রতিমার কাজ। প্রথমে মাটি সমস্যায় থমকে ছিল কাজ। এখন ভয় শুধু আবহাওয়ার খামখেয়ালিপনা। কালো মেঘ দেখলেই আতঙ্ক তাদের। বৃষ্টি শুরু হলে থমকে যেতে পারে প্রতিমা রঙের কাজ।

আরো এক শিল্পী গোপাল পাল জানিয়েছেন, চরম ব্যস্ততা এখন কারখানায়। স্নান খাওয়ার সময় নেই। হাতে মাত্র কয়েকটা দিন এর মধ্যেই সম্পূর্ণ করতে হবে দুর্গা প্রতিমার কাজ।