সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যারাসিটামল সমেত অনেক ওষুধের দাম আ’রো ক’মি’য়ে দি’লো কেন্দ্র

সামনেই নতুন বছর। এবার বর্ষশেষে সুখবর দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি। সংস্থার তরফে কমানো হয়েছে ১২৭ টি ওষুধের দাম।

আমরা কথায় বলি ‘শরীর থাকলে রোগ হবেই’, আর রোগ হলেই চিকিৎসা। কিন্তু একেকসময় ওষুধের খরচ বহন করা অসাধ্য হয়ে ওঠে এক শ্রেণির মানুষের পক্ষে।

এবার প্যারাসিটামল ,অ্যামোক্সিসিলিন, রেবেপ্রাজ়ল ও মেটমরফিন সহ একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমেছে। ওষুধগুলির বেশিরভাগই রোগীদের নিত্য প্রয়োজনীয়। এই নিয়ে চলতি বছরে মোট ৫ বার দাম কমল ওষুধের।

আরো খবর: চীন থেকে উ’ধা’ও জ্ব’রে’র ওষুধ! মেডিসিন পাঠিয়ে সাহায্যের সি’দ্ধা’ন্ত নিলো ভারত সরকার

তবে কিছু ওষুধের দামও বেড়েছে। মেটফরমিন (৫০০মিলিগ্রাম)-র প্রতি ট্যাবলেটের দাম ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। ২ টাকা ৩০ পয়সার বদলে বর্তমানে প্যারাসিটামলের দাম কমে দাঁড়াল ১ টাকা ৮০ পয়সা।