সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০০ দিনের কা’জ নিয়ে ন’য়া ঘোষণা রাজ্য সরকারের, জেনে নিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের একটি প্রশাসনিক বৈঠকের অংশগ্রহণ করে কেন্দ্রীয় সরকারের 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এরপর রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের প্রকল্প বিষয়ে নতুন ভাবনা ভাবার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কাজ করতে পারবেন 100 দিনের কর্মীরা। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তর সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন দপ্তরের অধীনস্থ প্রকল্পগুলিতে এবার থেকে হাত লাগাতে পারবেন 100 দিনের কর্মীরা।

আরো পড়ুন: পাক যুবতীর প্রেমে পড়ে দেশের গুরুত্বপূর্ণ নথি পা’চা’র! গ্রে’ফ’তা’র জওয়ান

তারা তাদের পারিশ্রমিক অনুযায়ী বেতন পাবেন। এই প্রকল্পের ক্ষেত্রে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব পাবেন প্রত্যেক জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।

সরকারের কোন বিভাগে, কোন জেলা থেকে বা কোন ব্লকে, গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কর্মীরা কি কাজে লিপ্ত হবেন তার জন্য ফরম্যাট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

রাজের পঞ্চায়েত দপ্তরের ইতিমধ্যেই এর মর্মে জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্রে বকেয়া অর্থ না দেওয়ার কারণে 100 দিনের কর্মীদের চার মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না।

এবার বিভিন্ন দপ্তরে ওই কর্মীদের কাজে লাগানোর ভাবনা ভেবেছে রাজ্য সরকার। যাতে ওই প্রকল্পগুলির বরাদ্দ অর্থ থেকেই 100 দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের টাকা দেওয়া সম্ভব হয়।

পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে গ্রামাঞ্চলে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই এই ব্যবস্থা। এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।