সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রিয় মানুষকে হীরে উ’প’হা’র দেওয়ার আ’গে তার ভা’গ্য বি’চা’র করে দেখুন, না হলে অ’শা’ন্তি অনিবার্য

জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের। এই পৃথিবীর সব মানুষের সাথেই রাশির যোগাযোগ আছে। প্রতি রাশির অধিকর্তা গ্রহও আলাদা। আর সেই রাশির উপরই নির্ভর করে ওই ব্যক্তির চরিত্র, ব্যক্তিত্ব, স্বভাব এমনকি ব্যক্তির দাম্পত্য জীবন। জ্যোতিষশাস্ত্র এবং রত্নবিদ্যায় শুক্র গ্রহের সাথে হীরার সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। এটিই প্রধানত জাতক জাতিকাদের সম্পদ এবং সমৃদ্ধির কারণ। রাশিচক্র এবং রাশিফলের সাথে বিভিন্ন পাথরের যোগাযোগ থাকে। তাই কোনও রত্ন পাথর পরার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন।

মেষ রাশি: জ্যোতিষ শাস্ত্রমতে, মেষ রাশির জাতক জাতিকাদের হীরা পরা উচিত নয়। হীরা পরলে এদের যেমন অসুবিধা আরও বেড়ে যায়, তেমনই এরা অর্থ সংক্রান্ত সমস্যায় পড়ে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি মঙ্গল দেব। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গল ও শুক্রের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। অন্যদিকে হীরা শুক্রের কারক। তাি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হীরা পরলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই হীরা পরার আগে জ্যোতিষীর পরামর্শ নিন।

আরো খবর: বয়স ৪০ পেরোলেও এখনো যে’ন অষ্টাদশী! যৌ’ব’ন ধ’রে রাখতে যা করেন সানি লিওনি

কর্কট রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে হীরা অশুভ মুহুর্তের সৃষ্টি করে। তাদের জীবনে দুর্ভাগ্য ঘনিয়ে আসে। যদি কোনও কর্কট রাশিতে শুক্রের মহাদশা চলছে, তবে কোনও জ্যোতিষী বা রত্নবিজ্ঞানীর পরামর্শ নিয়েই তাকে হীরা পরতে হবে।

মীন রাশি: জ্যোতিষের কথায়, শুক্র হল মীন রাশির জাতক জাতিকাদের তৃতীয় এবং অষ্টম বাড়ির অধিপতি, তাই তাদের জন্য হীরা পরা অত্যন্ত ক্ষতিকর।

সিংহ রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সিংহ রাশির জাতক জাতিকাদের হীরা পরা এড়িয়ে চলা উচিত। এতে তাদের অর্থের ক্ষতি হতে পারে এমনকি তারা অনেক সমস্যায় পড়তে পারে। পাশাপাশি ব্যর্থতা তাদের গ্রাস করে।