সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের ধা’মা’কা স্কি’ম, অল্প সময়েই টা’কা হবে দ্বিগুণ

পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখতে পারেন, যদি পরিশ্রমে উপার্জিত টাকা সহজেই দ্বিগুণ করতে চান তাহলে। এই বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। পোস্ট অফিস সেভিং স্কিমগুলির মধ্যে একটি নিশ্চিত ও দ্বিগুণ পর্যন্ত অর্থ রিটার্নকারী স্কিম হল কিষাণ বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্র হল কেন্দ্রীয় সরকার সমর্থিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যেহেতু, কেন্দ্র ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রেখেছে, সেক্ষেত্রে কিষাণ বিকাশ পত্রের সুদের হারও 6.9 শতাংশে স্থিতিশীল রয়েছে।একজন বিনিয়োগকারী ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট খুললে জানতে পারবেন, এই স্কিমের মেয়াদ 124 মাস অর্থাৎ ১০ বছরের একটু বেশি।

একজন বিনিয়োগকারীর টাকা এই সময়ের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে কারণ ইন্ডিয়া পোস্ট দাবি করে, “বিনিয়োগ করা পরিমাণ (KVP-এ) 124 মাসে দ্বিগুণ হয়ে যায়।” একজন বিনিয়োগকারী এই প্রকল্পে নূন্যতম মাসিক বিনিয়োগ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারেন।

তবে, একজন বিনিয়োগকারী পোস্ট অফিসে KVP অ্যাকাউন্ট খোলার কোনো বাধা নেই। এছাড়া KVP অঙ্গীকারবদ্ধ একজন বিনিয়োগকারী তাঁর অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন। সেক্ষেত্রে অঙ্গীকারকারীর কাছ থেকে গ্রহণযোগ্যতা পত্র সহ নির্ধারিত আবেদনপত্র সংশ্লিষ্ট পোস্ট অফিসে জমা দিতে হবে। এছাড়া একজন বিনিয়োগকারী তার KVP শংসাপত্র এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করতে পারেন। এছাড়াও KVP শংসাপত্র এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছেও স্থানান্তর করা যেতে পারে।