সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোমবারের হা’জি’রা এড়ালেন অনুব্রত, তিনি যাবেন SSKM-এ, বললেন কেষ্টর আইনজীবী

সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন দলের পার্থী দের দূর্নীতি নিয়ে উত্তাল বাংলা। একের পর এক বড় মাপের বিধায়ক, মন্ত্রীর ডাক পড়ছে সি বি আই – এর কাছে। কাউকেই রেহাই দিচ্ছে না আদালত। কয়েকদিন আগেই এস্এসসি দুর্নীতি মামলায় প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি।

ঠিক তারপরেই জানা যাচ্ছে যে, আগামী সোমবার সিবিআই – এর তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। গোরু পাচার কাণ্ডের কারণে সন্দেহ করা হচ্ছে তাঁকে। এর আগে গোরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তার থেকে সি বি আই অনেক তথ্য জোগাড় করেছে।

শুধু তাই নয়, কয়েকদিন আগে বীরভূম জেলার তৃণমূল নেতার ঘনিষ্ট ব্যাবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে ইডি বলে জানা যাচ্ছে। আর সেখান থেকে অনেক তথ্য অনেক টাকা পয়সাও পাওয়া গেছে বলে জানা যায়। সেই সব কিছুর সূত্র ধরেই অনুব্রত মণ্ডলকে আবার সিবিআই তলব করেছেন।

আরো পড়ুন: এবার আলিয়াকে ব’য়’ক’ট করার আ’হ্বা’ন নেটিজেনদের, কারণ টা কি?

এদিকে সোমবার অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যেতে পারবেন না বলে জনিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল অসুস্থ। তাকে সোমবার এসএসকেএমে নিয়ে যেতে হবে। তাঁকে সেখানে ভর্তি করা হতে পারে।অনুব্রতের আইনজীবী সঞ্জীব বাবু জানান, ” আগেই দাদার চিকিৎসার জন্য একটা মেডিক্যাল বোর্ড গঠন করেছিল এসএসকেএম।

সেখানে তার চিকিসা চলছে। সোমবার ফের চিকিৎসার দিন রয়েছে। ফলে আগামীকাল দাদাকে এসএসকেএম – এ যেতেই হবে। এটা আগে থেকেই নির্ধারিত ছিল। সিবি আই না জেনেই হয়তো ওই দিনে ডেকেছে। ইতিমধ্যেই ই- মেল মারফত অনুব্রত মণ্ডল যে নিজাম প্যালেসে যেতে পারছেন না তার কথা জানিয়ে দিয়েছেন সিবিআই আধিকারিকদের।