সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম সূর্যের একদম কা’ছে Parkar যা’ন, আরো ৪ বছর সময় লা’গ’বে

সূর্যের বায়ুমণ্ডলে কাছাকাছি পৌঁছে গেল মানুষের তৈরি একটি বিশেষ যান। মহাকাশ বিজ্ঞানীর ইতিহাসে এই প্রথম কোনো যান সূর্যের বায়ুমণ্ডলে এত কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। নাসার তৈরী পার্কার সোলার প্রোব সূর্যের উপরের বায়ুমণ্ডল স্পর্শ করে ফেলেছে। সূর্যের উপরের বায়ুমণ্ডল করোনা, সেখানে পৌঁছে গিয়েছে এই বিশেষ মহাকাশযান।

পার্কার সোলার প্রোব

এখান থেকে সূর্যের কণা এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে এই মহাকাশযান। যদিও এখনও সূর্যের আরো কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে নাসার। সূর্যের আরো কাছাকাছি পৌঁছে যেতে সময় লাগবে আরো চার বছর। সবথেকে অভিনব যে বিষয়টি তাহলে এই প্রথম কোনও মহাকাশযান সূর্যের এত কাছাকাছি পৌঁছতে পেরেছে।

১৪ ডিসেম্বর

চলতি বছরের গোড়ার দিকে পার্কার যান করোনার ভিতরে চলে যায়। সূর্যের পৃষ্ঠতলে এর দূরত্ব ছিল 1.33 মিলিয়ন কিলোমিটার। সম্প্রতি নাসা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই মহাকাশযান সূর্যের করোনায় প্রবেশ করতে সফল হয়েছে।

নাসার পার্কার সোলার প্রোব

পার্কার সোলার প্রোব করোনার ভিতরেই পৌঁছে গিয়েছে। বর্তমানে সূর্যপৃষ্ঠ থেকে 79 লক্ষ কিলোমিটার দূরত্বে রয়েছে এই মহাকাশযান।

পার্কার সোলার

2025 সালের মধ্যেই সূর্য পৃষ্ঠের খুব কাছাকাছি চলে আসবে এই মহাকাশযান। তখন সূর্যপৃষ্ঠে থেকে এর দূরত্ব হবে 61 লক্ষ 15 হাজার কিলোমিটার। নাসার বিজ্ঞানীদের দাবি সূর্যের বায়ুমণ্ডলে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে পার্কার সোলার প্রোব। যা ভবিষ্যতে সূর্যের বায়ুমণ্ডলে পৌঁছে সূর্যের বেশকিছু বড় রহস্যের আবরণ উন্মোচন করবে।