সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪-এ বিজেপি আ’স’বে না, জ্যোতিষীরা বলছেন BJP হারবে: মমতা

বুধবার হুগলির উত্তরপাড়ার মেট্রো কোচ ফ্যাক্টরি উদ্বোধনে উপস্থিত থেকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেনইবা বাংলায় বিজেপি আসতে পারবে না? যদিও এই প্রশ্নের উত্তর সঠিকভাবে মুখ্যমন্ত্রী জানাননি। বুধবার হুগলির এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি জোর গলায় দাবি করে জানিয়ে দিলেন যে ২০২৪ এ বিজেপি বাংলায় আসবে না।

তিনি আরো বলেন,” আমি নিশ্চিত হয়েই এ কথা বলছি । জানিয়ে রাখছি যে ২০২৪ এ বিজেপি বাংলা দখল করতে পারবেনা, পারবেনা।” কিন্তু কিসের উপর ভিত্তি করে এত জোর গলায় চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী? যদিও এর উত্তর স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী জানান,” কেন কিভাবে বাংলায় বিজেপি আসবে না সে ব্যাপারে আমি বলতে পারব না”।

বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি তো বাড়িবদল করছে বাড়িবদল করলেও বা কি হবে সেই বাড়িতে আর যাওয়া যাবে না যে বাড়িতে যান না কেন ভাগ্য পাল্টাবে না। ওই বাড়িতে গেলে ভাগ্য সোনার ভাগ্য হয়ে যাবে আর এই বাড়িতে এলে খারাপ হবে?”

আরো পড়ুন: চলন্ত ট্রেন থেকে প’ড়ে গেলেন বাবা-ছেলে, রেলরক্ষীর তৎপরতায় বাঁ’চ’লো প্রাণ

মুখ্যমন্ত্রী বিজেপি কে কটাক্ষ করে বলেন, ভাগ্য বিজেপির এমনিতেই সোনা দিয়ে মোড়া। কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির এই অনুষ্ঠানে উপস্থিত থেকে। সেইসঙ্গেই বিচারপতির পর্যবেক্ষণও তিনি তুলে ধরেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “বিচারপতি তো সবসময় বলে এসেছে যে বিরোধীদের পক্ষে তারা সক্রিয় কিন্তু নিজেদের বেলায় সক্রিয় নয়।” মমতা ব্যানার্জির এই ধরনের কথার প্রসঙ্গত অর্থই হল রাজ্যের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তে নামছে সেটাই বোঝাতে চেয়েছেন।

সেইসঙ্গে ব্যবসায়ী শিল্পপতি দের সতর্ক করেছেন যারা বিনিয়োগ করেছেন রাজ্যে। তাদের জানান যে, তাদের বাড়ি ও একটা সময় রেড হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা,” লড়াই চলবে কিন্তু ভয় পাবেন না লড়াই যত হবে ততই আরও জোর বাড়বে”।