সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লা’জ-ল’জ্জা না করে এই কা’জগুলো করুন, না হলে আজীবন ক্ষ’তি’র সম্মুখীন হ’তে পারেন আপনি!

প্রত্যেকটি মানুষের উচিত জীবনে বিনয় এবং বিবেচনার যত্ন নেওয়া। আপনি যদি কোন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে ভালো ফলাফল হবে। আচার্য চাণক্য এমন একজন মানুষ যার নীতি আজও সমানভাবে ব্যবহার্য আমাদের এই জীবনে।

আচার্য চাণক্য বলে গেছেন, কিছু কিছু কাজ করতে গিয়ে পুরুষের লজ্জা ত্যাগ করা উচিত কারণ লজ্জার কারণে সেই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সারাজীবন অনুতপ্ত হতে হবে তাকে। আচার্য চাণক্য তিনটি কাজের কথা বলেছেন যা করতে গিয়ে কখনো লজ্জিত হওয়া উচিত নয় কোন ব্যক্তির।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজের কথা বলেছেন তিনি। প্রত্যেক ব্যক্তি জীবনে ধনী হতে চায় এবং এর জন্য অর্থ উপার্জনের উপায় খুঁজে বার করে সে। আচার্য চাণক্য বলেছেন অর্থ সংক্রান্ত কোনো কাজ করার সময় মানুষের লজ্জা বোধ করা উচিত নয়।

টাকা রোজগার করতে গিয়ে কোনো ব্যক্তি যদি লাজুক হয়ে যান তাহলে তিনি কাজ ঠিকমতো করতে পারবেন না এবং জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি লজ্জাবোধ করবেন না ফেরত নেওয়ার জন্য।

আরো খবর: প্রবাসী বাঙালীদের জন্য ন’য়া ব্যবস্থা, নবান্ন নাম দি’লো “আমার বাংলা”

মানুষ পেট ভরে খাওয়ার জন্য উপার্জন করে তাই কখনোই খাবার সময় লজ্জা করবেন না। অনেকে বাইরে খেতে লজ্জা বোধ করেন বা লজ্জার কারণে ঠিকমতো খেতে পারেন না। চাণক্য নীতি অনুসারে একজন ব্যক্তির কখনোই ক্ষুধা চেপে রাখা উচিত নয়।

আচার্য চাণক্য বলেছেন, গুরু প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একজন পথপ্রদর্শক। তাই গুরুর কাছ থেকে কিছু শেখার জন্য কখনো লজ্জাবোধ করবেন না। একজন ভালো ছাত্র তখনই হতে পারে যে বিনা লজ্জায় শিক্ষকের কাছ থেকে সবকিছু শিখে নিতে পারে।