সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৩৪ হা’জা’র জনসংখ্যার দে’শ অলিম্পিকে জি’তে নি’লো পদক

করোনার দাপটের মাঝেই জাপানের টোকিওতে টোকিও অলিম্পিকের আয়োজন করা হয়েছে। করোনা ভয় উপেক্ষা করেই চলছে পদক জেতার লড়াই। এই লড়াইয়ের মধ্যে বেশ কিছু ইভেন্ট ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি রয়েছে আরও বেশকিছু লড়াই। এর মধ্যে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যা বহুল দেশ ভারতও জিতে নিয়েছে বেশকিছু পদক। টোকিও অলিম্পিকের এই লড়াইয়ে বিশ্বের সবথেকে কম জনসংখ্যাবহুল রাষ্ট্রও জিতে নিল পদক।

সান মারিনো, ইউরোপের এই ছোট্ট দেশটির আয়তন মাত্র ২৪ স্কোয়্যার মাইলস। এখানে বাস করেন মাত্র ৩৪ হাজার মানুষ। তাদের মধ্যেই একজন হলেন আলেসান্দ্রা পেরিলি। চলতি বছরে টোকিও অলিম্পিকে সান মারিনো থেকে যে পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে পদক জয়ের সৌভাগ্য হয়েছে আলেসান্দ্রা পেরিলির। মহিলাদের শুটিংয়ের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আলেসান্দ্রা পেরিলি।

উল্লেখ্য আলেসান্দ্রা পেরিলি ইতিপূর্বে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে শুটিং ট্র্যাপ ইভেন্টেই চতুর্থ স্থান অর্জন করেছিলেন। তার আগে অবশ্য এই দেশ থেকেই ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৫০ মিটার রাইফেলের প্রোন ইভেন্টে ফ্রান্সেসো নান্নি পঞ্চম স্থান অর্জন করেছিলেন। আলেসান্দ্রার নতুন সাফল্যে উচ্ছ্বসিত তার দেশ। টুইট মাধ্যমে তার প্রতি শুভেচ্ছা বার্তার ঝড় বয়ে যাচ্ছে।

ইউরোপের এই ছোট্ট দেশটিকে ঘিরে রয়েছে ইতালি। যাতায়াত, ব্যবসা-বাণিজ্যর জন্য প্রধানত প্রতিবেশী রাষ্ট্রের উপরেই নির্ভর করে থাকতে হয় সান মারিনোকে। সেই রাষ্ট্র থেকেই অলিম্পিক পদক জয় করে আলাসান্দ্রা কার্যত ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন। তাকে নিয়ে গর্বিত সারাদেশ।