সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আলিয়াকে ব’য়’ক’ট করার আ’হ্বা’ন নেটিজেনদের, কারণ টা কি?

বলিউডের অন্যতম কিউট হিরোইন আলিয়া ভাট। বলিউড ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। আলিয়া খুব অল্প সময়ের মধ্যেই তার অসাধারণ অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়ে চলচ্চিত্র জগতে একটি বিশেষ পরিচিতি তৈরি করেছেন। সেই আলিয়া ভাট এবার ছবি প্রযোজনা করছেন।

তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’ আজ ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে তিনি অভিনয়েও রয়েছেন। আর এই ছবির মাধ্যমে আলিয়া ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করলেন। ছবিটির গল্পটি অন্যরকম। সাধারণ প্রেমের গল্প দিয়েই শুরু হয় এই ছবি, সেই প্রেমের গল্প ক্রমশ গার্হস্থ্য হিংসার দিকে যায়।

তবে সেই হিংসা কোনো নারীর উপর নয়, একজন পুরুষের উপর সেই হিংস্রতা দেখানো হয়েছে এই ছবিতে। আর সেখানেই কিছু নেটিজেন আপত্তি জানিয়ে জানতে চেয়েছেন কেন পুরুষের প্রতি এমন গার্হস্থ্য হিংসা দেখানো হচ্ছে। ছবিতে আলিয়ার চরিত্রটি স্বামীর থেকে একসময় যাবতীয় গার্হস্থ্য হিংসার শিকার হয়, সেই হিংস্রতার বদলা নিতেঈ মায়ের সাহায্য নেয় সে।

আরো পড়ুন: বি’রা’ট পরিবর্তন পার্থর শ’রী’রে, এক ধা’ক্কা’য় ওজন কমলো ৩ কেজি

আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। আলিয়ার স্বামীর চরিত্রে রয়েছেন বিজয় ভার্মা। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নেটিজেন ‘ডার্লিংস’ পুরুষদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা প্রচারে খুশি হন নি, তাই তার টুইটারে #BoycottAliaBhatt ট্রেন্ডিং শুরু করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “#BoycottAliaBhatt, কেন পুরুষদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এমন স্বাভাবিকভাবে দেখানো হয়েছে এবং এখানে আরও খারাপভাবে উপহাস করা হয়েছে।


ভারতে ৩.৪ কোটি পুরুষ পারিবারিক হিংসার শিকার। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,”। অন্য একজন নেটিজেনের কথায়, “#BoycottAliaBhatt, পুরুষদের উপর ঘরোয়া হিংসার সিনেমা বানানো অত্যন্ত হাস্যকর। #বয়কট ডার্লিংস।” এই বিষয়টাই প্রমাণ করে দিচ্ছে যে এই সমাজে পুরুষ-মহিলা বিভাজন এখনও বিদ্যমান। পুরুষদের ওপর গার্হস্থ্য হিংস্রতা নিয়ে এত শোরগোল! তাহলে মহিলাদের উপর দেখালে এ নিয়ে শোরগোল হত না। কারণ এই সমাজে এই ঘটনাটাই ভীষণ স্বাভাবিক।

‘ডার্লিংস’ ছবির এহেন তর্কবিতর্ক প্রসঙ্গে আলিয়া বলেছেন, “আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যাঁরা একা জীবন কাটাতে ভয় পান। বিশেষ করে এই ভয় মহিলাদের। অনেক নারী এই ভেবে ভয় পান যে আমি একা সব করবো কীভাবে? কিন্তু এই ভয়ে একটি অপমানজনক সম্পর্কের মধ্যে একজন মহিলার থাকা কোনোভাবেই উচিত নয়। বরং আদর্শগতভাবে এই ভুল সম্পর্কের বাঁধন থেকে নিজেদের আলাদা করা উচিত এবং এটিই আমরা সিনেমার মাধ্যমে বলার চেষ্টা করেছি।