সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’তৃ’গ’র্ভ থেকেই শিশুরা সংস্কৃতি ও মূল্যবোধ শিখুক! অ’ন্তঃস’ত্ত্বাদের রামায়ণ-গীতা পড়ার কথা বললো RSS

সামাজিক অবক্ষয়ের চিত্রটি আমরা আমাদের চারিপাশে হামেশাই দেখতে পাচ্ছি।এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থার পট পরিবর্তনের লক্ষ্যে,মানুষের মূল্যবোধ ফিরিয়ে আনতে এক নতুন উদ্যোগ নিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS।

মাতৃগর্ভে থাকা সন্তানকে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাঠ দিতে ‘গর্ভ সংস্কার’ নামে কর্মসূচি শুরু করল RSS। RSS-র জাতীয় সাংগঠনিক সম্পাদক মাধুরী মারাঠে সমগ্র দেশজুড়ে চলা এই নতুন প্রচার কর্মসূচির বিষয়ে জানিয়েছেন।RSS-র সাংস্কৃতিক শাখা ‘সম্বর্ধিনী ন্যাস’এই প্রচারের দায়িত্বে রয়েছেন।

RSS-র মতে শিশুরা জন্মের আগেই প্রায় ৫০০ শব্দ পর্যন্ত শিখতে পারে। জন্মের পরপরই গীতার শ্লোক ও রামায়ণ শুনলে শিশুদের যেমন চরিত্র গঠন হবে তেমনই মানসিক বিকাশও ঘটবে।প্রাথমিক পর্যায়ে অন্তত এক হাজার অন্তঃসত্ত্বা মহিলার কাছে তারা নিজেদের কর্মসূচি পৌঁছাতে চান।এমনকি জন্মের পর দু’বছর পর্যন্ত শিশুকে গীতার শ্লোক ও রামায়ণের গল্প পড়ে শোনানোর জন্য বলেছেন তারা।

আরো খবর: দোলের দিনই দিল্লি স’ফ’র অনুব্রতর, তিহাড় জেলের বাসিন্দা হ’তে মাত্র কয়েক ঘন্টা দে’রি

সংঘ পরিবারের সাংস্কৃতিক শাখা ‘সম্বর্ধিনী ন্যাস’ এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছে এর মূল লক্ষ্য হলো সংস্কৃতিবান ও মূলবোধ সম্পন্ন মানুষ তৈরি করে সমাজকে নতুন করে গড়ে তোলা। গর্ভস্থ শিশুরা যাতে জন্মলগ্ন থেকেই দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের শিক্ষা পায়, সেকথা ভেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আয়ুর্বেদ চিকিৎসক ও যোগ প্রশিক্ষকদের নিজেদের সাথে যোগ দিতে অনুরোধ করেছেন তারা। প্রসঙ্গত,নিজেদের এই কর্মসূচীর কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গত রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘সম্বর্ধিনী ন্যাস’। সেই অনুষ্ঠানে ছিলেন দিল্লি AIIMS-র স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন যোগ প্রশিক্ষক।