সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুব তাড়াতাড়ি Account-এ ঢুকে যাবে নির্দিষ্ট টা’কা, তারিখ জা’নি’য়ে দি’লো মোদি সরকার

দিওয়ালির আগেই রয়েছে ভারতীয় কৃষকদের জন্য দারুন খবর। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের। ১২ তম কিস্তির টাকা দেওয়া হবে দিওয়ালির আগেই বলে ঘোষণা করা হয়েছে। এই টাকা প্রায় ১২ কোটি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ১৭ই অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে সেরকমই জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় ১২ কোটি কৃষক ২০০০ টাকা করে পাবেন। সবমিলিয়ে প্রায় ১৬ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী সেদিন কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন।

কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি টোটাল ১১ টি কিস্তিতে কৃষাণ দের টাকা দেওয়া হয়েছে। যখন করোনা হয়েছিল তখনও দেওয়া হয় প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। আর এবারে ১৭ই অক্টোবর এই প্রকল্পের ১২তম কিস্তির মাধ্যমে ২.১৬ লক্ষ কোটি টাকারও বেশি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে বলা হচ্ছে।

এইদিন টাকা ঢোকানোর আরো একটি কারণ হলো এই দিনই দিল্লির মেলা মাঠে প্রধানমন্ত্রী ‘পিএম কিসান সম্মেলন ২০২২-এ বক্তৃতাও দেবেন। সেই বক্তৃতায় কৃষকদের জন্য আরও কিছু ঘোষণা করবেন কিনা সেই নিয়ে আশা বাদী কৃষকেরা। তবে সম্প্রতি এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে জালিয়াতি রোধে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য e-KYC বাধ্যতামূলক করা হয়েছে।

আরো পড়ুন: উৎসবের আ’মে’জে কোন গাড়ি সবচেয়ে বেশি বি’ক্রি হলো? জানলে হ’ত’বা’ক হতে বা’ধ্য

কেউ এখনও না করে থাকলে দ্রুত pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে এই e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও আপনি এই প্রকল্পের সাথে যুক্ত কিনা সেটা জানতেও পারেন pmkisan.gov.in ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে গিয়ে ‘Farmer Corner’ সেকশনে যেতে হবে। সেখানে ‘Beneficiary List’-এ ক্লিক করতে হবে।

সেখানে 2টি অপশন দেখতে পাওয়া যাবে।—Mobile Number এবং Registration Number। সেখানে মোবাইল নম্বর দেওয়ার পরে captcha code দিয়ে ‘Get Data’-য় ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। সব রকম সুবিধাই উপলব্ধ আছে। তাই করো কিছু ইনকমপ্লিট থাকলে এখনি চেক করে নিন। কারণ আগামী সোমবার পেতে চলেছেন এই প্রকল্পের ১২ তম কিস্তি। তাই যারা উপযুক্ত তারা অবশ্যই এই সুবিধা গ্রহণ করুন।