সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের আ’মে’জে কোন গাড়ি সবচেয়ে বেশি বি’ক্রি হলো? জানলে হ’ত’বা’ক হতে বা’ধ্য

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ই কমার্স সেক্টর গুলোয় চলছে দেদার ছাড়। বাকি যাচ্ছে না টু হুইলার থেকে শুরু করে ফর হ্নইলার গাড়ির কোম্পানি গুলোও। সামনে দীপাবলি সেই উপলক্ষেই সেল জারি আছে। আর সেরকমই মানুষ কিনছেও গাড়ি। এই সময়ে একটু দম কম থাকার জন্য এই সময়ই সবার পরে গাড়ি কেনার হিড়িক। আসুন দেখে নিই এক নজরে কোন গাড়ি বেশি বিক্রি হয়েছে এই সেপ্টেম্বর টু অক্টোবর মাসের মধ্যে।

মারুতি অল্টো :- মারুতি ব্র্যান্ডের এই গাড়িটি জনপ্রিয় একটি ছোটগাড়ি। অনেকেই এই মডেলটি পছন্দ করেন। গত সেপ্টেম্বর মাসে এই গাড়িটির24,844 টি ইউনিট বিক্রি হয় বলেই জানা যায়। গত অগাস্ট মাসে বিক্রি হয় 14,388টি ইউনিট। ফলে অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে এই গাড়িটির 10,000-এর উপর ইউনিট বেশি বিক্রি হয়েছে।

মারুতি ওয়াগন আর :- এই গাড়িটিও বেশ জনপ্রিয়। এই গাড়িটির 20,078টি ইউনিট বিক্রি হয়েছে গত সেপ্টেম্বরে বলেই জানা গেছে। অন্যদিকে, এবছরের অগাস্ট মাসে এই গাড়িটির 18,398টি ইউনিট বিক্রি হয়।

আরো পড়ুন: দুঃসংবাদ! হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর র’হ’স্য মৃ’ত্যু, পাওয়া গে’লো সুই’সা’ই’ড নো’ট

মারুতি বালেনো :- মারুতি সুজুকি এই মডেলটিও বেশ জনপ্রিয়। গত সেপ্টেম্বর মাসে Baleno-র মোট 19,369টি ইউনিট বিক্রি হয় বলেই জানা গেছে। গত অগাস্ট মাসে এই গাড়িটির মোট 18,418টি ইউনিট বিক্রি হয় ।

হোন্ডাই ক্রেটা :- গত অগাস্ট মাসের তুলনায়, সেপ্টেম্বর মাসে এই গাড়িটির বিক্রি খুবই সামান্য বেড়েছে। তবে গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় বিক্রি বেড়েছে বেশ কয়েকগুণ। 2022-এর সেপ্টেম্বর মাসে এই গাড়িটির12,866টি ইউনিট বিক্রি হয়।

টাটা পাঞ্চ :- দেশের বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই দারুন সাড়া ফেলেছে এই গাড়িটি। দারিতি দেখতেও বেশ সুন্দর। গত সেপ্টেম্বরে এই গাড়িটির মোট 12,251টি ইউনিট বিক্রি হয়েছে বলেই জানিয়েছে সংস্থা। বৃদ্ধির পরিমাণ গত অগাস্ট মাসের তুলনায় সামান্যই। তবু ভালোই বিক্রি হয়েছে।