সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৫ দেশে ভারতীয় পাসপোর্ট দেখালেই স্থা’য়ী বাসিন্দা হতে পারবেন! হা’তে পে’তে পারেন স্ব’প্নে’র চা’ক’রি

অনেকেই ভারত ছেড়ে অন্য দেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখেন। আর ব্যক্তিগত পর্যায়ে এটা কোনো অপরাধ তো নয়ই।  প্রতিবছরই ভারত থেকে লক্ষ লক্ষ লোক চাকরি, পড়াশোনা ও পর্যটনের জন্য বিদেশে যায়। আবার  এর মধ্যে অনেকেই আছেন, যারা বিদেশে স্থায়ী ভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন।

স্থায়ীভাবে বসবাসের সঠিক সুযোগ  ও ধারনা না থাকায় আনেকেই  স্বপ্ন দেখলেও সহজে ভিসা না পেয়ে হতাশ হয়ে শেষে ভারতেই আবার ফিরে আসেন। জেনে নিন সেই সব দেশ সম্পর্কে, যেখানে ভারতীয় পাসপোর্ট দেখালেই আপনি সহজেই বসবাস করতে পারবেন

১। ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়া সব সময়ই ভারতীয়দের ভ্রমণের শীর্ষ গন্তব্য ছিল। কারণ এই দেশটি ভারতীয়দের জন্য তুলনামূলকা ভাবে বেশ সস্তা। এর পাশাপাশি আবার সেখানে থাকা এবং খাওয়ার খরচটাও বেশ কম। বালিতে দীর্ঘ সময় ধরে থাকতে চান এমন পর্যটক এবং দূর দূরান্তে বাস করা নানা পেশার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য একটি পাঁচ বছরের ভিসা স্কিম ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল। যদিও সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি। তবে এ কথা বলাই বাহুল্য যে, ইন্দোনেশিয়ার ভিসা পাওয়াও বেশ সহজ।

আরো পড়ুন: রবিবার থেকে বে’ড়ে যা’চ্ছে পাউরুটির দা’ম, জানুন নতুন মূ’ল্য

২। স্পেন: স্পেন সম্প্রতি একটি নতুন ডিজিটাল ভিসা ঘোষণা করেছে, যা এক জন ব্যক্তিকে তাঁদের পছন্দের যে কোনও সংস্থার জন্য ১২ মাস পর্যন্ত দেশে থাকার অনুমতি দেয়। কিছু শর্ত সাপেক্ষে এই ভিসা তিন মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ভিসা দেওয়া দেশের কিছু ছোট, কম জনবহুল এলাকায় সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করার জন্য একটি নতুন সরকারি উদ্যোগের অংশ। শুধু তাই নয়, স্পেনের সমুদ্র সৈকতের শহর ও গ্রামে বসবাসের জন্যও এই ভিসা খুব উপকারী হবে।

৩। ​মেক্সিকো: মেক্সিকো এমন আর একটি জায়গা, যেখানে মানুষ ঘুরেফিরে যেতে যায় এবং সময় ও সুযোগ পেলে সেখানেই স্থায়ী ভাবে বাস করতেও চায়। মেক্সিকানদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক জিনিস বহু মানুষকে এখানে বসতি স্থাপন করতে বাধ্য করে। মেক্সিকান সরকারও চিরাচরিত ভাবে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা চালু করেছে।

৪। কানাডা: সাধারণত কম যোগ্যতার মাপকাঠিতেও কানাডায় ভিসা পেতে পারেন। এই দেশটি বিশ্বের অনেকগুলি বাসস্থানের একটি অন্যতম। বসবাস ও কাজের ক্ষেত্রে এর অনেক শহরই সেরা দশে জায়গা করে নিয়েছে। এই দেশটি তার উন্নত চিকিৎসা ব্যবস্থা, অভিবাসন নীতি এবং পর্যাপ্ত কর্মসংস্থান ইত্যাদি অনেক কিছুর জন্যই বেশ পরিচিত।

৫। ​ফ্রান্স: ফ্রান্সে দেখার মতো অনেক জায়গা আছে। সেখানেও আপনি থাকার জন্য ভিসা পেতে পারেন। ২০১৭ সালে ফরাসি সরকার দেশের প্রযুক্তি শিল্পকে উত্সাহিত করতে এবং বিদেশিদের থাকার জন্য ফাস্ট ট্র্যাক ভিসার সূচনা করার জন্য বেশ কয়েকটি উপায় চালু করেছিল, যা আই টি কর্মচারী বা প্রযুক্তিগত কর্মীদেরও সাহায্য করেছিল। ফ্রেঞ্চ টেক ভিসা কর্মচারী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের ফ্রান্সে চার বছর পর্যন্ত বসবাস ও কাজ করার অনুমতি দেয়।