সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনেই পঞ্চায়েত ও লোকসভা ভোট, সদস্য সংগ্রহে ন’য়া পথ অবলম্বন করলো বিজেপি

‘মিসড কল’ কর্মসূচি একুশের ভোটের আগে বিজেপিতে শুরু হয়েছিল। তবে এই ‘মিসড কলে’ সাড়া মিললেও ভোটের বাক্সে তা প্রভাব ফেলেনি। তার ফলে ২০২১-এ ভরাডুবি হয়েছে বিজেপির।

আর একুশের ভোট ফুরোতেই শুরু হয়েছে বিজেপিতে ভাঙন। ‘মিসড কলে’র সদস্যরা আর কেউ নেই দলে। দলের হেভিওয়েট নেতারাই ছেড়েছেন সঙ্গ, তাই পঞ্চায়েত ভোটের আগে বিজেপি সদস্য বাড়ানোর নতুন পন্থা নিল।

বিজেপি সূত্রে খবর, এই সদস্য সংগ্রহ অভিযান টেলিফোন ও সোশ্যাল মিডিয়ায় চলবে। আর মিসড কলের ভরসায় তাঁরা থাকছেন না। এবার সরাসরি সদস্য সংগ্রহ করতে নামছে তথ্য প্রযুক্তিকে ভর করে।

আরো পড়ুন: জেনে নিন কে’নো রাষ্ট্রপতি নির্বাচন EVM-এ হয় না?

ইতিমধ্যেই, জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। ‘প্রবাস’ নামে জনসংযোগ কর্মসূচিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদের। কেন্দ্রীয় নেতৃত্বও আসছে বিজেপির জনসংযোগ কর্মসূচিকে সফল রূপ দিতে।