সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড উহানের ল্যাব থেকেই ছ’ড়ি’য়ে পড়েছে, এতদিনে শিলমোহর দি’লো মার্কিন গোয়েন্দা সংস্থা FBI

অনেকদিন থেকেই বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দাবি করে আসছে করোনা মহামারীর ভাইরাস ছড়িয়েছিল চিনের উহানের ল্যাব থেকে।উহান ছিল হটস্পট। চিন যদি সঠিক সময়ে এই ঘটনা সম্পর্কে বিশ্বকে অবগত করত তাহলে হয়তো মহামারি এতটা ভয়ংকর রূপ ধারণ করতো না।

বুধবার এইরকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (FBI)রিপোর্টে। সংস্থার প্রধান ক্রিস্টোফার ওয়ে জানান বিষয়টি নিয়ে তারা নিশ্চিত।

এছাড়াও টুইটও করেছে ঘটনাটি জানিয়েছে এফবিআই।ওয়াল স্ট্রিট জার্নালের একরিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনাজনিত কারণে চিনের পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে মহামারীর আকার নেয়।

আরো খবর: আবার আসছে নয়া নি’য়’ম! সপ্তাহে ৬ দিন নয় ৫ দিন খোলা থাকবে ব্যাংক

আমেরিকার ২০২১-এর গোয়েন্দা তথ্য অনুসারে নভেল করোনাভাইরাস ২০১৯-এর নভেম্বরের আগেই চিনে মহামারির আকার নিয়েছিল।

অনেকের মতে যুদ্ধের সময় এই ভাইরাসকে নিজের বায়োজেনিক অস্ত্র হিসেবে ব্যাবহার করতে চেয়েছিল চিন।কিন্তু নিজের ফাঁদে নিজেই ফেঁসে যায় চিন।কোনোভাবে ভাইরাসটি ল্যাব থেকে লিক করে ছড়িয়ে যায়।

তবে চিন সরকার প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।তাদের দাবি কোভিড ১৯ ভাইরাস, তাদের কোনও ল্যাব থেকে বের হয়নি।