সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই গ্রামের কেউই আবাস যোজনার ঘর পেলেন না! তবে কি বিজেপি করার সা’জা?

প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কথা আমরা সকলেই জানি। এই প্রকল্পের আওতায় থাকা ব্যাক্তিরা নিজের নামে লিখিত যেকোনো ফাঁকা জমিতে বা কোনো ভাঙাচোরা ঘর থাকলে সেটার বদলে নতুন ঘর সরকার থেকে করে দেওয়া হয়। বদলে অল্প কিছু টাকা পেমেন্ট করতে হয় সরকারকে। এই যোজনার আন্ডারে বহু মানুষ তাদের জন্য একটা ভালো বাড়ি পেয়েছেন।

কিন্তু কিছু কিছু জায়গায় পার্টি পলিটিক্স – এর কারণে অনেক মানুষ এই যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। আধার কার্ড ও ভোটার কার্ড তার সাথে ভাঙাচোরা বাড়ি সব থাকার সত্বেও তাদের ঘর হচ্ছে না বলে অভিযোগ একটা গোটা গ্রাম বাসীর। তাদের ধারণা সেখানে বিজেপি দল এবারে ভোটে জিতেছে তাই তৃণমূল থেকে তাদের এই পরিষেবা আটকে দেওয়া হচ্ছে।

যে গ্রামের কথা এই প্রতিবেদনে বলা হচ্ছে তা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লক। এছাড়াও পাঁচবেরিয়ার কলাইকুন্ড গ্রামের গোটা গ্রামে কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে। এই নিয়ে অনেকবার তারা পঞ্চায়েতে যোগাযোগ করেছেন তাও কোনো কাজ হচ্ছে না বলে জানা গেছে।

আরো খবর: খান স্যার-কে না চে’নে, এই ইউটিউবারের আ’স’ল না’ম কি?

এদিকে ওই পঞ্চায়েতের প্রধান দিপালী ঘোষ জানান, “শুধু কলাইকুণ্ড নয় আরো অনেক গুলি গ্রাম এই পরিষেবা গুলি পাচ্ছে না তারা গ্রাম সংসদ তালিকা থেকে বাদ গেছে। এই জন্য তিনি দুঃখিত। এই ব্যাপারে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।

” কিন্তু সেখানের বিজয়ী বিজেপি প্রধান নির্মল বেরা জানায়, “এই গ্রামের সব মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত। তারা প্রতারণার স্বীকার। তিনি এই নিয়ে উচ্চ প্রশাসনকে লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু কোনো কাজই নাকি হয়নি।”