সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খান স্যার-কে না চে’নে, এই ইউটিউবারের আ’স’ল না’ম কি?

ইউটিউবে খান স্যার নামে পরিচিত এক ব্যক্তি যার ১৯ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। নিজস্ব ভঙ্গিমায় বিভিন্ন বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা করে থাকেন। সর্বদাই তিনি খবরের শিরোনামে থাকেন। মাঝে মধ্যেই প্রতিবেশী দেশ পাকিস্তানকে নিয়ে নানা রকম চর্চা করে হাসির খোরাকও বানান। দর্শকরা এতদিন খান স্যার নামে জানতেন, কিন্তু তার আসল পরিচয় জানতেন না।

কয়েক বছর আগে তিনি টুইটারে ভিডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা যায় তার নাম অমিত সিং। খান স্যার নামটি তার উপাধি পাওয়া। এতদিন তাকে কোন ভিডিওতেই বলতে শোনা যায়নি তার আসল নাম। যার পরেই শুরু হয় তোমার বিতর্ক।

অবশেষে এটি মিডিয়া প্রতিনিধি তদন্ত শুরু করে পাটনায় তার বন্ধু মহেন্দ্রসাগর এবং উত্তরপ্রদেশের তার পরিচিতদের সাথে কথা বলেন প্রতিনিধিরা তাঁর পরেই আসল নাম সামনে আসে। খবর সূত্রে জানা গেছে,খান স্যার আসলে একজন শিক্ষক। তিনি পাটনায় খান জি এস রিসার্চ সেন্টারে পড়ান।

আরো খবর: মাঝ বয়সে এসেই কি কোমর-হাঁটু ব্য’থা’য় কা’ত’রা’চ্ছে’ন? মু”ক্তি’র উ’পা’য় জেনে নিন চিকিৎসকের কাছে

বেশ কিছু বছর ধরে তিনি এই কেন্দ্রে শিক্ষকতা করছেন। খান স্যারের আসল নাম হল ফয়সাল খান। যে সেন্টারটিতে তিনি রয়েছেন সেই সেন্টারের মালিকের কাছ থেকেই তার আসল নামের নথিপত্র পাওয়া গেছে।

ব্যক্তিগত জীবন নিয়ে যদি খান স্যারের বলতে হয় তাহলে তিনি একজন শিক্ষক এবং একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি ১৯৯২ সালে উত্তরপ্রদেশের গৌরবপুরে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা যোগ্যতার দিক থেকে তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক করে জিওগ্রাফিতে মাস্টার্স ডিগ্রি করেছেন।

জেনারেল নলেজের বিষয়গুলিকে খুব সহজ সরল ভাবেই বুঝিয়ে ভিডিও তৈরি করেন যেগুলি ইউটিউবে তিনি আপলোড করেন। তার ইউটিউবের চ্যানেলটির নাম হল খান জি এস রিসার্চ সেন্টার। তার এই ভিডিওগুলি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া।