সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম SUV আ’ন’ছে FERRARI, কেমন হ’বে লুকস?

ইতালির কোম্পানি Ferrari অবশেষে নতুন কিছু করার সিদ্ধান্ত নিল। এই কোম্পানির প্রথম SUV লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে । সম্প্রতি কোম্পানির তরফে জানানো হয়েছে চলতি বছরেই Ferrari-র প্রথম SUV উৎপাদনের কাজ শুরু হবে। 2023 সালে এই গাড়ির বিক্রি শুরু হয়ে যাবে। কোম্পানির প্রথম SUV গাড়িটির নাম Ferrari Purosangue।

ইতালির কোম্পানি Ferrari অবশেষে নতুন কিছু করার সিদ্ধান্ত নিল। এই কোম্পানির প্রথম SUV লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে । সম্প্রতি কোম্পানির তরফে জানানো হয়েছে চলতি বছরেই Ferrari-র প্রথম SUV উৎপাদনের কাজ শুরু হবে। 2023 সালে এই গাড়ির বিক্রি শুরু হয়ে যাবে। কোম্পানির প্রথম SUV গাড়িটির নাম Ferrari Purosangue।

এই গাড়ির ভিতরে অনেক বেশী জায়গা থাকার কারণে বিশ্বব্যাপী আরও বেশি মানুষ এই গাড়ি কেনার কথা ভাববেন। তবে মনে করা হচ্ছে সুপারকার প্রেমীদেরও মন জয় করে দেবে এই গাড়ি।

আরো পড়ুন: “যতই মতপার্থক্য থা’ক, নেত্রী দিদিই”: অভিষেক

Lamborghini -র কাছে Urus, Aston Martin এর কাছে DBX, Bentley -র কাছে Bentayga থাকতে পারলে Ferrari বাদ যাবে কেন? আগেও 2022 সালে Purosangue উৎপাদন শুরুর কথা জানিয়েছিল Ferrari।

Future Cars: The 2023 Ferrari Purosangue Is the Ferrari of SUVs

2021 সালের বার্ষিক বিক্রির নথিতে এই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। Lamborghini Urus এর থেকে Ferrari Purosangue তে বেশি শক্তি পাওয়া যাবে।

Purosangue - Ferrari's First Ever SUV Has Been Spotted Testing And Car  Lovers Are Excited

Urus এ 640 bhp শক্তি ও 850 Nm টর্ক পাওয়া যায়। লঞ্চের পরে বিক্রির নিরিখে এটাই Lamborghini -র সবথেকে জনপ্রিয় গাড়ি। SUV গাড়ি লঞ্চ করে Lamborghini -র বিপুল সাফল্য দেখেই হয়তো SUV লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে Ferrari।