সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতায় পোলিও রোগী কি আ’ছে? খোঁ’জ করার নি’র্দে’শ পুর কর্তৃপক্ষের

আমরা সবাই জানি ভারত একটি পোলিওমুক্ত দেশ, আর সেই কারণেই পুরো ভারত জুড়ে একটা আত্মবিশ্বাসের রেষ রয়েছে। তবে এবার খাস কলকাতার বুকে মিলল পোলিও জীবাণু। গত ৮ বছর থেকে ভারত একটি পোলিও মুক্ত দেশ।

তার মধ্যেই এই ধরনের কিছু সামনে আসল তা সত্যি চিন্তার কারণ। কলকাতা পৌর নিগমের ১৫ নম্বর বরোর মেটিয়াবুরুজ এলাকায় এই জীবাণু পাওয়া গেছে। স্বাভাবিকভাবে তাতেই কপালে ভাঁজ পড়েছে পুরনিগমের।

ইতিমধ্যেই পুরনিগমের সমস্ত কাউন্সিলর ও পুর এলাকার থানা গুলি ইতিমধ্যেই এলাকা জুড়ে পোলিও রোগী খুঁজে বেড়াচ্ছে।কোথাও কোনো পোলিও রোগী আছে কিনা , তার খোঁজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: স্বজন পোষণ নিয়ে SSC-র আইনজীবীকে ক’ড়া বা’র্তা, ফলের জন্য প্রস্তুত থা’ক’তে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

চারদিকে সচেতনতা জাড়ি করা হয়েছে ইতিমধ্যেই কেউ রাতে বাইরে শৌচকর্ম না করতে পারে তার খেয়াল রাখার কথাও বলা হয়েছে। একেবারে কলকাতার বুকে এই ধরনের জীবাণু মেলায় কলকাতা পৌর নিগমের ডেপুটি মেয়র দারুণভাবে চিন্তিত।

পোলিওর সাথে সাথে করোনা নিয়েও চিন্তা রয়েছে তাদের। এই নিয়েও দফায় দফায় বৈঠক করেছে তারা। ফিরহাদ হাকিম থেকে শুরু করে অতীন ঘোষ সবাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন।কলকাতার বুকে ফের পোলিও জীবাণু মা সত্যি ভাবাচ্ছে সবাইকে । কিভাবে এই জীবাণুর বাড়বাড়ন্ত, আপাতত সমস্ত কিছু মাথায় রেখে সন্ধান চলবে বলেই মনে করা হচ্ছে।