সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এত ব’ড়ো ও ভা’রী ট্রেনের চাকা কি পদ্ধতিতে পরিষ্কার করা হয়? ভিডিও পো’স্ট করলেন রেলকর্মীরা

শুধুমাত্র ট্রেন চালনা করলেই হলো না, ট্রেনের প্রতিটি বগি, রেলের লাইন, এমনকি তার ভারি ভারি চাকাও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ট্রেনের ভারি ভারি চাকা কিভাবে পরিষ্কার করতে হয় সম্প্রতি একটি ভিডিও মারফত সাধারন মানুষকে সেই বিষয়ে অবগত করালো ভারতীয় রেল দপ্তর। দক্ষিণ মধ্য রেলের অধীনস্থ তেলেঙ্গানার লাল্লাগুডার ওয়ার্কশপে চাকা পরিষ্কারের জন্য হুইল সেট ওয়াশিং প্ল্যান্ট রাখা হয়েছে।

এই বিশেষ যন্ত্রের মাধ্যমে ট্রেনের চাকা পরিষ্কার করেন রেলকর্মীরা। মানুষের মত যন্ত্রের ক্লান্তি নেই কোনও। ওয়াশিং প্ল্যান্ট ব্যবহার করে ট্রেনের চাকা পরিষ্কার করলে সময় অনেক কম লাগে। এতে কাজটাও সুন্দর হয়। তবে এর অন্যতম দিক হলো যন্ত্রের মাধ্যমে যতটুকু প্রয়োজন ততটুকুই জল ব্যবহার করা যায়। তাই জলের অপচয় কম হয়।

এবার এই ভিডিও মারফত দেখে নিন কিভাবে কম জল খরচ করে এই বিশেষ মেশিন মারফত খুব কম সময়ের মধ্যেই ট্রেনের বড় বড় ভারী চাকা নিমেষের মধ্যেই পরিষ্কার করে নেন রেলকর্মীরা। রইলো ভিডিও।