সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স ৪০ পেরোলেও এখনো যে’ন অষ্টাদশী! যৌ’ব’ন ধ’রে রাখতে যা করেন সানি লিওনি

আজকালকার দিন আগেকার দিনের থেকে অনেকটাই আলাদা। আগেকার মানুষ সেলিব্রিটিদের ফ্যান ছিল ঠিকই, কিন্তু তাদের লাইফস্টাইলের কথা সাধারণ মানুষ জানতে পারত না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের সব খবরই পায় তারা। আর সেলিব্রিটিরাও তাদের ভক্তদের সাথে তাদের নিত্যদিনের জীবনধারা ভাগ করে নিয়ে বেশ আনন্দ পান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি ভক্তদের সঙ্গে মাঝেমধ্যেই নিজের কিউট লুক ভাগ করে নেন।

একসময় আমেরিকান প”র্ন ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী এখন সেসব ছেড়ে তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে পাকাপাকিভাবে ভারতে এসে রয়েছেন এবং নতুনভাবে জীবন শুরু করেছেন। দুই জমজ পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান নিয়ে এখন তার ভরপুর সুখী পরিবার। সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ অ্যাক্টিভ, তাই নিজের ডেইলি রুটিনও ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।

এই অভিনেত্রীর গ্ল্যামার দেখলে বোঝার উপায় নেই তার বয়স আজ ৪২ এর দোরগোড়ায়। এরই মধ্যে তিন সন্তানের জননী তিনি। তাই আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে তার এই অপরূপ লাবণ্যের রহস্য কি! রোজ কীভাবে নিজের রূপচর্চা করেন তিনি? তিনি নিজেই সেই সিক্রেট জানিয়েছেন সকলকে।

আরো খবর: আজ বৃহস্পতিবার, কেমন কা’ট’বে দিনটি জানুন, দেখুন রাশিফল (08.12.2022)

একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সানি বলেছেন খাওয়া-দাওয়ার উপরেও ত্বকের স্বাস্থ্য এবং সৌন্দর্য নির্ভর করে। তাঁর মতে, ত্বক ভাল রাখার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। তেলে ভাজাভুজি খাবার খাওয়া একেবারেই ঠিক নয়।এছাড়াও ত্বকের জন্য কোন প্রসাধনী ব্যবহার করবেন সে ব্যাপারেও তিনি যথেষ্ট সচেতন। কারণ প্রসাধনীর মধ্যে থাকা উপাদানগুলি ত্বকের উপযুক্ত কিনা সেদিকে বিশেষ নজর থাকে তার।

পাশাপাশি উজ্জ্বল মসৃন ত্বকের যত্ন নিতে তিনি রূপটান ব্যবহার করেন। রূপটানে ব্যবহৃত সামগ্রী তার ত্বকের উপযুক্ত কিনা তা বিচার করার জন্য সরাসরি মুখে কিছু না লাগিয়ে সেটা সম্পর্কে আগে ভালোভাবে নিশ্চিত হয়ে তারপর ব্যবহার করেন। ত্বক লাবণ্যময় রাখতে অধিক জলসমৃদ্ধ ফল খান তিনি। কারণ সানি মনে করেন ত্বকের যত্নে জল এবং ফলের কোনো বিকল্প হয় না।

অতিরিক্ত তেল-ঝাল-মশলাযুক্ত খাবার তিনি তাঁর খাদ্য তালিকায় একেবারেই রাখেন না। অধিক মসলাদার খাবার শরীরের পক্ষে একেবারেই ঠিক নয় বলে মনে করেন সানি। সেই সঙ্গে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে তিনি প্রচুর শাক এবং সবজিও রাখেন। তবে ত্বকের বয়স ধরে রাখতে তিনি দিনে প্রচুর পরিমাণে জল পান করেন। এই সামান্য কিছু রুটিনই তাকে এই বয়সেও এতটা লাবণ্যময়ী রেখেছে।