সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র অ’ভি’শা’প, ব্যাট ছেড়ে কোদাল ধ’র’তে বা’ধ্য হয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় তা’র’কা

একেই বলে অতিমারীর অভিশাপ। ব্যাট ছেড়ে হাতে কোদাল বিশ্বকাপজয়ী এই ভারতীয় তারকার। ব্যাট ছেড়ে হাতে কোদাল রয়েছে । নরেশ তুমদার মত প্রতিভাবান ক্রিকেটার আজ দিনমজুর ;অতিমারিতে বড্ড অসহায় তিনি। নরেশ তুমদার ২০১৮ সালে শারজায় অনুষ্ঠিত দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য পারফর্ম করে সকলের মন জিতে নিয়েছিলেন।বিশ্বকাপের ফাইনালে ভারতকে চালকের আসনে বসিয়েছিলেন তিনি।

ক্রিকেটে মাত্র পাঁচ বছর বয়সেই হাতেখড়ি হয়। এবং ২০১৪ সালে গুজরাট দলে নির্বাচিত হন। ২০১৮ সালে শারজায় অনুষ্ঠিত দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ৩০৮ রানের লক্ষমাত্রাকে সামনে রেখে ব্যাটিং করতে নেমে ভারত দুউইকেট বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় তুমদার সৌজন্যে।

নজর ছিল আরও উঁচুতে। তবে নরেশ তুমদা এখন পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। নেমে পড়েছেন রাস্তায়।বিশ্বকাপজয়ী ভারতের জার্সিতে তুমদারের অনবদ্য পারফরম্যান্স আজও মনে রেখেছেন ক্রিকেট প্রেমীরা।

দৃষ্টিহীন এই ক্রিকেটার তুমদা প্যান্ডামিকে কার্যত দিশেহারা। পরিবারকে বাঁচাতে এখন মজুরের পেশায় নেমে পড়েছেন তিনি। নরেশ তুমদাই পরিবারের একমাত্র রোজগেরে। করোনার কারনে আর্থিক সঙ্কট বেনজিরভাবে তাঁকে খেলা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছে।

বর্তমানে এই প্রতিভাবান দৃষ্টিহীন ক্রিকেটার তুমদা পরিবারের হাল ধরতে গুজরাটের নবসারীতে একজন দৈনিক মজুর হিসাবে কাজ করছেন।