সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মকর সংক্রান্তিতে সূর্যদেব ও শনিদেবের মি’ল’ন, এই নি’য়’ম মানলে আপনিও হবেন ধনসম্পদের মা’লি’ক

হিন্দু ধর্ম শাস্ত্র থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। বিভিন্ন সংক্রান্তির কারণ, দিন সমস্ত কিছু সম্পর্কে আমরা ধর্ম শাস্ত্র অনুযায়ী অবগত হই। হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী বলা হয় যে মকর সংক্রান্তিতে সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে দেখা করেন ওই দিনেই ধনু রাশি থেকে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করার ফলে মকর রাশির অধিপতি হয়ে থাকে শনিদেব।

হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে এই মকরসংক্রান্তির দিনে শনিদেবকে দেখার জন্য সূর্যদেবতা শনিদেবের বাড়িতে আসেন এবং এই দিন সূর্যদেবের পুজো করা হয় এই নিন সূর্যদেবের পুজো করলে শনির দোষ কেটে যায় এবং ঘরে ধনসম্পত্তি তে ভরে যায়। বলা হয় সূর্যদেবের সামনে শনিদেবের তেজ একেবারেই ছোট। এই দিন শনিদেবের প্রভাব অনেক বেশি কম থাকে। এই গোটা ব্যাপারটি দেবী পুরাণে লেখা রয়েছে। আসুন জেনে নিই এই দিনটির বিষয়ে বিশেষ কিছু তথ্য।

এই দেবী পুরাণে লেখা রয়েছে সূর্যদেব তার পুত্র শনিদেবের সাথে যখন দেখা করতে গিয়েছিলেন সেই সময় শনিদেব সূর্য দেবতাকে কালো তিল উপহার হিসেবে দিয়েছিলেন এবং সেটা দিয়েই পুজো করা হয়েছিল সূর্যদেবের সে কারণে সূর্যদেব ভীষণ খুশি হয়েছিলেন ফলে শনিদেবকে আশীর্বাদ করা হয়েছিল যে এই মকরসংক্রান্তির দিনে সূর্যদেব যখন শনিদেবের বাড়িতে আসবেন তখন ধনসম্পত্তি ভরে যাবে।

এইবার আসুন জেনে নেই কিভাবে মকরসংক্রান্তির দিনে সূর্য দেব এবং শনিদেবের পূজা করবেন। মকরসংক্রান্তির দিনে কালো তিল দিয়ে অবশ্যই শনিদেব এবং সূর্যদেবের পুজো করা উচিত তবেই সে পূজোর ফল আশীর্বাদস্বরূপ হয়ে পড়বে এবং শনির দশা অনেকাংশে কমে যাবে। সংসারজীবনে আসবে সুখ।

একটি তামার পাত্রে জল রেখে তাতে লাল ফুল, কালো তিল এবং লাল চন্দন দিয়ে সূর্য মন্ত্র জপ করতে হবে এবং পাত্রের জলটি সূর্যদেবের নাম করে অর্পণ করতে হবে এতে সূর্যদেব খুশি হবেন। এই মকরসংক্রান্তির দিনে যদি কালো তিল দিয়ে সূর্যদেবের পুজো করা হয় তাহলে ঘরে ধনসম্পত্তিতে ভরে যাবে।