সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শতাধিক আশাকর্মী নি’য়ো’গ রাজ্যে, রইলো সমস্ত ত’থ্য

মোট ২২৬ জন মহিলা আশাকর্মী নিয়োগ করা হচ্ছে মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। বিবাহিত, বিধবা অথবা আইনত বিবাহবিচ্ছিন্নারাই এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। উত্তর দিনাজপুরের বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য মহিলা আশাকর্মী নিয়োগ করা হচ্ছে।

এই নিয়োগ হচ্ছে সংশ্লিষ্ট মহকুমাশাসকের কার্যালয়গুলির মাধ্যমে। আশা কর্মীর মোট ২২৬ শূন্যপদের নিয়োগ হবে চোপরা, গোলপোখর-১, গোলপোখর-২, ইসলামপুর ও করণদিঘি ব্লকের অন্তর্গত বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। এলাকার স্থায়ী স্থানীয় বাসিন্দারাই এই আশা কর্মীর নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় বসেছেন বা পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।

মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড-১ এবং গ্রেড-২ সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিঙ্ক ওয়ার্কাররা, বিভাগীয় শংসাপত্র জমা দিলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যাবতীয় প্রমণপত্র-সহ আবেদনপত্রটি ডাক যোগে অথবা নিজে গিয়ে ড্রপ বক্সে সংশ্লিষ্ট বিডিও অফিসে, ৩১ জানুয়ারি, বিকেল সাড়ে ৫টার মধ্যে জমা দিতে হবে।

এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে uttardinajpur.nic.in/notice_category/recruitment -এ দেখুন। আবেদনপত্র সরকারি ছুটির দিন ছাড়া জমা দিতে হবে।