সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের ন’জ’রে উত্তরবঙ্গ, কবে থেকে মি’ল’বে শীতের আ’মে’জ?

দক্ষিণবঙ্গ জুড়ে দুর্গাপূজার সময় বেশ ঝলমলে থাকলেও উত্তরবঙ্গ জুড়ে ছিল চোরা আদ্রতা। বৃষ্টি তো দূরের কথা, এই সময় স্বাভাবিক তাপমাত্রার কয়েক গুণ বেশি ছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। এর আগে পুজোর সময় এমন তাপমাত্রা কোন দিন ছিল কিনা, তা মনে করতে পারেননি অতি বড় বোদ্ধারাও।

তবে সোমবার থেকে যে বৃষ্টি পাতে সূচনা হয়েছে, তা এখনও অব্যাহত। একটানা বৃষ্টি পাতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। সেই পুরনো শরতকালের চেনা ছন্দে ফিরে এসেছে আরও একবার উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে মালদা, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, সর্বত্র দেখা যাচ্ছে পুরনো মেজাজ।

আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, উত্তরবঙ্গে আর পুরনো আদ্রতা ফিরে আসবেনা। কালী পূজার পর থেকেই ধীরে ধীরে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে উত্তরবঙ্গে। নভেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে শীতের আমেজ। যদিও মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে, কিন্তু সেটা গরমে তুলনায় অনেক বেশি ভালো বলেই মনে করছেন এলাকাবাসী।

উত্তরবঙ্গের আবহাওয়া বিশেষজ্ঞ গোপীনাথ সাহা জানিয়েছেন, সোমবার থেকে টানা তিন-চার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তবে এরপর তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। পুজোর সময় যে অস্বস্তি কাজ করছিল, সেটি পাওয়া যাবেনা দীপাবলি অথবা কালী পূজার সময়।