সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তালিবানদের সমর্থনকারীদের ক’ড়া হুঁ’শি’য়া’রি শিবরাজ সরকারের, ধ’র’তে পারলেই ক’ঠি’ন শা’স্তি

মধ্যপ্রদেশে জঙ্গি সংগঠন তালিবানের সমর্থনে বয়ান দিলে সেইসব সমর্থকদের চিহ্নিত করে চরম শাস্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রদেশে র মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করা মানুষদের উপর কড়া নজর রাখছে সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারঙ্গ এই বিষয়ে জানান, রাজ্যে জঙ্গির সমর্থকদের প্রশ্রয় দেওয়া হবে না।

এরকম ঘটনার একটাই কারণ- আফগানিস্তানে তালিবান দখলের পর আচমকাই ভারতে বেশ কিছু তালিবানি সমর্থকদের উদয় হয়েছে। উত্তর প্রদেশের সাংসদ, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র এবং আরও অনেকেই তালিবানের সমর্থন করে তাঁদের প্রশংসা করেছে যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ তাঁদের এরকম বিতর্কিত বয়ানে দেশের অনেক যুবকেরাই পথভ্রষ্ট হয়ে তালিবানের রাস্তা আপন করে নিতে পারে।

মন্ত্রী বলেন, তালিবানদের সমর্থনে বয়ান সত্যিই দুর্ভাগ্যপূর্ণ। হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, তোষণের রাজনীতি এই রাজ্যে চলবে না। যারা তালিবান বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করবে, সরকার তাঁদের চরম শাস্তির ব্যবস্থা করবে।

শিক্ষামন্ত্রী সারঙ্গ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর নাম নিয়ে বলেন, আমাদের দেশ এখনও অনেক পিছিয়ে কেবলমাত্র ওনার নীতির কারণে । নেহরু পরিবার দেশে কবজা করার চেষ্টা করেছিল। নেহরু দেশের ঐতিহ্য আর সংস্কৃতিতে আঘাত করেছে।