সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে কি অ’শ’রী’রী কার্যকলাপ টে’র পাচ্ছেন? লক্ষণ গু’লো কি কি?

আমাদের চারিপাশে রয়েছে অশরীরী আত্মার বাস। কখনো কখনো তার আভাসও আমরা পেয়ে থাকি কিন্তু গুরুত্ব দিই না। আজও এটি আমাদের মধ্যে এটি অত্যন্ত বিতর্কিত বিষয়। কেউ বিশ্বাস করেন তো কেউ বিশ্বাস করেন না। যদিও এক্ষেত্রে কোন যুক্তি দিয়ে বিচার করা যায় না।

আসুন জানবো সেই সমস্ত অশরীরীর অস্তিত্বের কথা যারা আমাদের আশেপাশেই আমাদেরকে ঘিরেই রয়েছে। কখনো কখনো তাঁরা আমাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করে আবার কখনো কোন কিছু থেকে আমাদের রক্ষা করতেও চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হল আমরা বুঝবো কিভাবে তাদের উপস্থিতির রয়েছে। মাত্র পাঁচটি লক্ষণ সম্পর্কে আজ আলোচনা করব আমরা:

প্যারানরমাল এক্টিভিটি : এই শব্দটি সম্পর্কে আমরা যথেষ্ট পরিচিত। বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিগত সমস্যাও তাদের উপস্থিতি লক্ষণ বিশ্লেষণ করে কারণ কোন সময় দেখা যাচ্ছে ফোনের রিং হচ্ছে কিন্তু আপনি কল ধরতে সক্ষম হচ্ছেন না বা গিজার ওভেন বন্ধ করলেও পরবর্তী সময় সেটি দেখা যাচ্ছে অন অবস্থায় রয়েছে, হঠাৎ করে টেলিভিশন অফ অন হওয়া প্রভৃতি।

অচেনা শব্দ : অনেক সময় বাড়িতে এমন কিছু অলৌকিক ঘটনা দেখা যায় যা তাদের উপস্থিতি বিশ্লেষণ করে। দেখা যায় কখনো দরজা খুলে ঝুলছে বা ঘরের বিভিন্ন ফটোগ্রাফ গুলি ঝুলতে শুরু করছে। সিঁড়িতে ধাক্কা মারার আওয়াজ ইত্যাদি।

আরো খবর: এবার তৃতীয় ফ্র’ন্ট হচ্ছেই মোদির বি’রু’দ্ধে? কী দা’বি করছেন নীতিশ কুমার?

পোষ্যর আচরন: তারা তাদের ঘ্রাণ শক্তির দ্বারা তাদের উপস্থিতি বুঝতে পারে। দেখা যায় আপনার বাড়ির পোষ্যটি কোন একটি দিকে একভাবে তাকিয়ে রয়েছে বা কখনো দেখা যাচ্ছে অদৃশ্য কিছুর পেছনে ছুটে বেড়াচ্ছে তাহলে বুঝবেন আপনার ঘরে অশরীরীর বাস ।

অস্বাভাবিক সুগন্ধি : কোন কিছুর তীব্র গন্ধ বুঝিয়ে দেয় অশরীরী আত্মার উপস্থিতি। যেমন কোলন বা সিগার তামাকের স্বতন্ত্র গন্ধ, পারফিউম। তবে সালফারের গন্ধ হন্টিংগুলির সঙ্গে যুক্ত থাকে।

আচমকাই তাপমাত্রার হেরফের ঘটা : এহেনেও ঘটনা আমরা সিনেমায় দেখে থাকলেও অনেকে বাস্তবেও ফিল করেন। হঠাৎ করেই আমাদের চারপাশের আবহাওয়াটি শীতল হয়ে ওঠা বা তাপমাত্রা হঠাৎ গরম হয়ে ওঠা, ইঙ্গিত করে আপনার ঘরে অশরীরী আত্মার বাস। কারণ হিসেবে যা জানা যায় তা হল তারা যখন উপস্থিত থাকে তখন তারা পরিবেশ থেকে তাপমাত্রা টেনে নেয় যার ফলে আবহাওয়ার এমন পরিবর্তন ঘটে।

এ সমস্ত কিছুটাই অনুভূতি তাই এগুলিকে যুক্তি তর্কে খাটানো মুশকিল। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটাও কিছুটা ঠিক তেমনি। তাই কখনোই এই বিষয়গুলিকে কোন যুক্তি দিয়ে খুঁজতে যাবেন না তা কখনোই মিলবে না।