সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার নতুন মেয়র হ’তে পা’রে’ন এই সাংসদ

কলকাতা পুরভোটে আবারও কলকাতা পুরসভা তৃণমূলের দখলেই থাকল। তাই তৃণমূল শিবিরে এখন পুরসভার আগামী মেয়র কে হবেন, তা নিয়ে আলাপ আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক নাম উঠে এসেছে এই মেয়র পদপ্রার্থী হিসাবে।

তবে, ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার চূড়ান্ত নাম প্রকাশ্যে আসবে। মঙ্গলবার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুয়াহাটির বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘আগামী ২৩ তারিখ কলকাতায় মহারাষ্ট্র ভবনে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে। এরপর সকলের মত নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।’

Mala Roy - Wikipedia

এদিকে, কলকাতার নতুন মেয়র হতে পারেন মালা রায়। মালা রায়ের নাম শোনা গিয়েছে এই পদের জন্য। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী মালা রায়ের নাম নিয়েও গুঞ্জন রয়েছে। তবে সে জল্পনা নিরসন হতে মাঝে আরও একটা দিন অপেক্ষা করতে হবে, সে বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

We have to accept that maybe people are liking the BJP: Mala Roy -  Telegraph India

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন তাঁদের সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপর তো ওঁদের আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হয়, যা নিয়ম আছে সেই মতোই হবে। আগে দল করে, তার পর ওদের আনুষ্ঠানিক শপথ নিতে হয়। দলের যে নিয়ম আছে তা ২৩ তারিখ বেলা ২টোয় করে দিচ্ছি।”