সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেন ডাকাতিতে খো’য়া গেল বাংলার জিমন্যাস্টিক্স দলের স’ব জিনিসপত্র

রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। রেলে চুরি-ডাকাতি-ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। এবার বাংলার জিমনাস্টিক দল রেলে ডাকাতদের খপ্পরে পড়লো।

অমৃতসর মেলে মোকামা এবং পাটনা শরীফের মাঝের এলাকাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ট্রেন ডাকাতিতে সর্বোস্ব খোয়া গেল তাদের। রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের সুটকেস নিয়ে পালিয়েছে ডাকাতরা। এর মধ্যে তার প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র রাখা ছিল। এর মধ্যে ছিল বিভিন্ন নথিপত্র, লক্ষাধিক টাকা, ক্রেডিট কার্ড এবং মোবাইল।

আরো পড়ুন: এবার সারা মাস ধ’রে ভোগান্তি! ব্যান্ডেল শা’খা’য় বন্ধ থাকবে লোকাল ট্রেন, রইলো তা’লি’কা

এছাড়াও আন্তর্জাতিক বিচারক অংশুমান বন্দ্যোপাধ্যায় সুটকেস নিয়ে নিয়েছে তারা। বাংলা জিমন্যাস্টিক দল জানিয়েছে রেল পুলিশ, ওই কামরার টিটি এবং রেলের থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি।

আরপিএফ এফআইআর নিতে অস্বীকার করেছে বলে অভিযোগ করেছেন বাংলার এই জিমনাস্টিক দল। চণ্ডীগড়ের খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই দলটি। সেই সংক্রান্ত যাবতীয় নথিপত্র ডাকাতি হয়ে গিয়েছে।

যার ফলে এখন টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব হবে কিনা সে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এখন আম্বালা পৌঁছে সেখানে এফআইআর দায়ের করার কথা ভাবা হয়েছে।

অংশুমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রেলের তরফ থেকে তারা একটুও সাহায্য পাননি। টিটি এবং স্টেশন মাস্টার এসে পরিস্থিতি দেখে গিয়েছে।

চুরি হয়েছে বোঝার পর তারা চেইন টেনে ছিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এসি টু কামরাতেও চুরি হয়! সরাসরি রেলের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন তারা।