Home রাজ্য এবার সারা মাস ধ’রে ভোগান্তি! ব্যান্ডেল শা’খা’য় বন্ধ থাকবে লোকাল ট্রেন, রইলো...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সারা মাস ধ’রে ভোগান্তি! ব্যান্ডেল শা’খা’য় বন্ধ থাকবে লোকাল ট্রেন, রইলো তা’লি’কা

কিছুদিন চরম ভোগান্তির পরে অবশেষে পূর্ব রেলের ব্যান্ডেল শাখায় আবার রেল চলাচল শুরু হয়েছিল। এর ফলে যাত্রীদের যাতায়াতের সমস্যা অনেকাংশে কমে গিয়েছিল। মে মাসে শেষ 7 দিনের টানা 72 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু হওয়ায় 31 তারিখ থেকে আবার স্বাভাবিক ট্রেন চলাচল ব্যবস্থা শুরু হয়।

কিন্তু আবার ভোগান্তির মুখে পড়তে হল যাত্রীদের। চৌঠা জুন থেকে আবার ইন্টারলকিং সিস্টেম শুরু হচ্ছে। শনিবার থেকে জুন মাস পর্যন্ত মোট দশটি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

একমাস পরে আবার ট্রেন চলাচল ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। আগামী চৌঠা জুলাই পর্যন্ত আবার ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের। দুটি আপ হাওড়া ব্যান্ডেল লোকাল এবং একটি আপ হাওড়া মেমারি লোকাল আপ ট্রেন বাতিল থাকবে।

আরো পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরে সেবায়তদের স’ঙ্গে ধস্তা’ধ’স্তি তিন বাঙালি পর্যটকের, সকলেই গ্রে’ফ’তা’র

37213, 37655 এবং 37247 নম্বরের ট্রেন গুলো বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া ব্যান্ডেল কাটোয়া লোকাল এবং ব্যান্ডেল বর্ধমান লোকাল জুন মাসে চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এই আপ ট্রেনগুলো বাদে 37214, 37256 ডাউন হাওড়া লোকাল জুলাই মাসের পরে চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ডাউন কাটোয়া, ডাউন বর্ধমান হাওড়া লোকাল, ডাউন মেমোরি হাওড়া লোকাল এক মাসের জন্য বন্ধ থাকবে।

ব্যান্ডেলে নতুন ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে তা শেষ হওয়ার পর আরও কিছু আনুষঙ্গিক কাজের প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক।

যে কারণে লোকাল ট্রেনের সংখ্যা কমাতে হচ্ছে। যদিও যাত্রীদের অসুবিধা যথাসম্ভব যাতে কম হয় সেই দিক বিবেচনা করে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।