সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তবে একদিনও ছুঁয়ে দেখেননি ম’দ, তবে পর্দায় মা’তা’লে’র অভিনয় করে ম’ন কেড়েছেন এই অভিনেতা

আশির দশকের সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা কেষ্ট মুখার্জী আমাদের সকলের কাছেই ভীষণ পরিচিত মুখ। তিনি আজও সকলের কাছে বিখ্যাত হয়ে আছেন তাঁর কৌতুকপূর্ণ অভিনয়ের মধ্য দিয়ে। সিনেমার মূল আকর্ষণ নায়ক নায়িকা ছাড়াও অনেক ক্ষেত্রে অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের মনে দাগ কেটে যায় তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে। এমনই এক মানুষ কেষ্ট মুখার্জী।

বেশিরভাগ সিনেমাতেই মাতালের চরিত্রে অভিনয় করতেন এই অভিনেতা। কোনো সিনেমাতে মাতালের রোল থাকলেই ডাক পড়তো এই মানুষটির। বলা বাহুল্য, প্রতিবারই মাতলামির দুর্দান্ত অভিনয়ে অনেক প্রশংসাও কুড়াতেন। এমনকি ‘পর্দার মাতাল’ উপাধিও পেয়েছিলেন একসময়। কিন্তু অদ্ভুত ব্যাপার কি বলুনতো পর্দার মাতাল নিজের এই গোটা জীবনে কোনোদিনও ছুঁয়েও দেখেননি মদ।

কলকাতাতেই জন্ম এই বিখ্যাত অভিনেতার। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক পরিচালিত ‘নাগরিক’ ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। যদিও সিনেমায় অভিনয়ের প্রতি তাঁর টান সেভাবে ছিল না।

বলিউড ছবিতেই মূলত অভিনয় করতে দেখা গিয়েছে কেষ্ট মুখার্জীকে। খুব কম সময়েই বেশ খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা। ‘তিসরী কাসম’, ‘জিতা দিল’ -এর মতো একের পর এক ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তাঁর কৌতুকবোধে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে তাঁর জীবনের হয়তো একটাই আফসোস, জীবিত থাকাকালীন অবস্থায় জীবনের প্রথম ছবিটাই রুপোলি পর্দায় মুক্তি পায়নি।

এছাড়াও বেশ কিছু আইকনিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যেমন- ‘জঞ্জির’, ‘আপ কি কসম’, ‘শোলে’ ইত্যাদি। অভিনেতার সেরা কমেডি দৃশ্য বলতে ১৯৭৯ সালের ‘গোলমাল’ ছবিতে উৎপল দত্তের সাথে থানার দৃশ্যটি আজও দর্শকদের চোখে ভাসে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়েছিল।

মারা যাওয়ার পরেও তিনি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয় হয়ে আছেন। কেষ্ট মুখার্জী এতটাই বিখ্যাত অভিনেতা ছিলেন যে তিনি সেলিব্রিটিদেরও খুব পছন্দের ব্যক্তি ছিলেন। ১৯৮৫ সালে প্রয়াত হন বিখ্যাত অভিনেতা কেষ্ট মুখার্জী।