সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে মশার উ’প’দ্র’ব প্রতিনিয়ত? আজই এই গাছ লা’গা’ন, সব পোকামাকড় নি’মি’ষে দূ’র হবে

গত বছর থেকে আমরা করোনা নামক মহামারী নিয়ে ভীষণভাবে অস্থির হয়ে পড়েছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশা। দুই বছর আগে পর্যন্ত আমরা যে ডেঙ্গু নিয়ে এত চিন্তিত ছিলাম, সেই ডেঙ্গু যেন কোথায় হারিয়ে গেছে আমাদের মন থেকে। আসলে আমরা একটি মহামারী নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে, আমাদের আশেপাশে ডেঙ্গুর মশা ঘুরাঘুরি করলেও আমরা সেদিকে কর্ণপাত করছি না।

তবে বর্ষাকাল এলে আমাদের কিছুটা হলেও সচেতন হতে হয়। বাড়ির আশেপাশে যাতে জমা জল না জমতে পারে সেদিকে নজর রাখতে হয় আমাদের। পৌরসভা থেকেও মাঝে মাঝে আমাদের সতর্ক করে দেন এই বিষয় নিয়ে। তবে শুধুমাত্র জমা জল পরিষ্কার করে নয় এমন কিছু গাছ আছে যা লাগিয়ে আপনি আপনার বাড়ি থেকে মশা চিরতরে দূর করে দিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই গাছগুলির বিষয়ে।

গাঁদা গাছ: কমবেশি সারাবছর গাঁদা গেছে আমরা ফুল হতে দেখি। এই ফুলে এমন একটি গন্ধ আছে যার কারণে মশা, মাছি, পিঁপড়ের মতো পতঙ্গ ধারে কাছে ঘেঁষে না। এই গাছ বাড়ির কোণে রেখে দিলে মশা থেকে মুক্তি পাবেন আপনি।

ল্যাভেন্ডার: এই গাছের গন্ধে কোন কীটপতঙ্গ এমনকি ইঁদুর পর্যন্ত গাছের কাছাকাছি আসতে চায়না। বাড়ির বারান্দায় অথবা উঠোনে যদি এই গাছ রেখে দিতে পারেন তাহলে হাতেনাতে ফল পাবেন।

পুদিনা: পুদিনা পাতার গুনাগুন অনেক হলেও আমরা হয়তো অনেকেই জানিনা মশা তাড়াতে এই পাতা ভীষণভাবে উপকারী। ঘরে যেখানে সূর্যের আলো পড়ে সেই জায়গায় যদি এই গাছ রেখে দিতে পারেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনাকে মশা মিয়ে।

রোজমেরি: নাতিশীতোষ্ণ পরিবেশে রোজমেরি গাছ সবথেকে ভালো বৃদ্ধি পায়। এই গাছের গন্ধে যে কোন পতঙ্গ বাড়ির কাছাকাছি ঘেঁষতে পারে না।