সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ কেজি মিষ্টির দাম ৫০ হাজার টা’কা, দিওয়ালিতে সোনা দিয়ে মো’ড়া মি’ষ্টি ব্যা’প’ক ভাইরাল

দীপাবলীর আগে ধনতেরাস উৎসব হোক কিংবা দীপাবলীর পর ভাইফোঁটা, মিষ্টিমুখ তো করতেই হবে। তার উত্তর প্রদেশের লখনৌতে সোনার মোড়কে এমন এক মিষ্টি পরিবেশিত হচ্ছে যা কার্যত নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। সোনায় মোড়া এই মিষ্টি কেনা সাধারণের পক্ষে সম্ভব নয়। কারণ এর এক কেজির দামই 50 হাজার টাকা।

যদি এই মিষ্টির একটুকরোও টেস্ট করতে হয় তাহলেও 500 টাকা খরচ হবে। আমজনতার নাগালের বাইরে হলেও সাধারণের আগ্রহ কিন্তু বিন্দুমাত্র কমেনি মিষ্টি নিয়ে। এক্সোটিকা নামের এই মিষ্টান্ন অনেকেই অর্ডার দিয়ে বানাচ্ছেন। এই মিষ্টিতে সত্যি সত্যিই সোনা ব্যবহার করা হয়েছে। লোকসভায় ঐ মিষ্টির দোকানের মালিক জানিয়েছেন 24 ক্যারেট সোনার প্রলেপ দেওয়া মিষ্টি হলো এক্সোটিকা। এই মিষ্টিতে রয়েছে কিন্নর চিলগোজে, কাশ্মিরি কেশর, মেকাডেমিয়া বাদাম এবং ব্লুবেরি।

মিষ্টির প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়েছে সোনার ফয়েল। নিজের জীবনে যদি স্বল্প সময়ের জন্য রাজকীয় আমেজ আনতে চান তাহলে অবশ্যই চেখে দেখতে পারেন এই সোনার মিষ্টি। যদিও তার জন্য অবশ্য দিতে হবে মোটা টাকা গচ্ছা। তবে ধনতেরাসে সোনার গয়না কেনার বদলে একবারের জন্য সোনার মিষ্টি কিনে দেখতেই পারেন।