সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লবণ এই সব কা’জ করলে বাড়ি থেকে দূ’রে থাকবে নেগেটিভ এ’না’র্জি! হাতে আসবে অ’র্থ

রান্নায় স্বাদ বাড়ানোর জন্য লবণের ব্যবহারের কোনো বিকল্প নেই। কিন্তু জানেন কি বাস্তুমতে লবণের গুরুত্বও প্রচুর। এই লবণ নানা উপাচার এবং টোটকায় কাজে লাগে। জীবনের নানা প্রকার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই লবণ ব্যবহার করে। এমন কিছু বিশেষ কাজ আছে যা লবণ দিয়ে যদি করতে পারেন তাহলে জীবনে প্রচুর উপকার পাওয়া যায়। তবে এই একটা কথা মাথায় রাখতে হবে, লবণ দিয়ে উপাচার করার পর সেই লবণ সপ্তাহে এক বার অবশ্যই বদলে দিতে হবে। সেই লবণ দিয়ে কিন্তু অন্য কোনো কাজই করা যাবে না।

আজকের প্রতিবেদনে সেই কাজগুলোই এক এক করে দেখব।

যদি কোনো কারণে টাকাপয়সা সঞ্চয় করতে না পারেন বা খরচের মান বৃদ্ধি পায় তা হলে নিজের ক্ষতি আর না করে একটা লাল কাপড়ে কিছুটা লবণ এবং কয়েকটা তুলসীপাতা বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন, খুব শীঘ্র ই সমস্যার সমাধান পাবেন।

যদি কখনও হাত থেকে লবণ পড়ে যায় তা হলে কখনও তা তুলে নিয়ে পুনরায় ব্যবহার করা উচিত নয়। সাথে সাথে সেই লবণ ফেলে দিতে হয়, আর নয়তো খুব তাড়াতাড়ি সেই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হয়।

যদি মনে হয় বাড়িতে কোনো নেগেটিভ শক্তি কাজ করছে আর তার কারণে বাড়ির পরিবেশের শান্তি নষ্ট হচ্ছে এবং বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, তা হলে একটা লাল কাপড়ে কিছুটা লবণ এবং কয়েকটা তুলসীপাতা বেঁধে সদর দরজার সামনে ঝুলিয়ে দিতে হবে। এর ফলে খুব দ্রুত এই সকল ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে যাবে।

একটা তামার বাটিতে কিছুটা লবণ নিয়ে তা যদি ঈশান কোণে রেখে দেন তাহলে আপনার বাড়ির উন্নতি ঘটতে পারে। তবে হ্যাঁ, এসব করার আগে অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে যে সেই লবণের পাত্রটা যেন কেউ না দেখতে পায়।

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা কথা কাটাকাটির রেশ যদি ক্রমশ বাড়তে থাকে তা হলে একটা তামার পাত্রে কিছুটা লবণ এবং সেই পাত্রে কয়েকটা তুলসীপাতা দিয়ে বেডরুমে রেখে দিলেই সেই সমস্যার দ্রুত সমাধান হাতেনাতে পাবেন।